বেতন না বাড়ালে পিএসজিতে থাকবেন না নেইমার!

Neymar-891274এই মৌসুমের শুরুতে ২২ কোটি ইউরোতে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দেন নেইমার। সেখানে বেতন আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। আর এতে করে রিয়াল মাদ্রিদে তার যাওয়ার গুঞ্জনটা আরও জোরালো হলো।




পায়ের অস্ত্রোপচারের পর নেইমার এখন ব্রাজিলে। তাকে দেখতে গিয়েছিলেন পিএসজির মালিক নাসির আল খেলাইফি। ফরাসি ক্লাবে ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে তার এজেন্ট ও বাবা নেইমার সিনিয়রের সঙ্গে। এরপরই একটি খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে, পিএসজিতে থাকার শর্ত হিসেবে প্রায় দ্বিগুণ বেতন দাবি করেছেন নেইমার।
গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন, রিয়াল মাদ্রিদ স্পেনে ফেরাবে নেইমারকে। এরই মধ্যে তার বাবার সঙ্গে কথাও বলেছেন মাদ্রিদ ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। আর এই সুযোগে পিএসজিকে দ্বিগুণ বেতন বাড়াতে বলেছেন নেইমার। দ্য টাইমস জানিয়েছে, প্রতি সপ্তাহে ১০ লাখ পাউন্ড দাবি করেছেন বার্সার সাবেক ফরোয়ার্ড।
বর্তমানে ফরাসি ক্লাবে নেইমারের সাপ্তাহিক বেতন ৫ লাখ ৩৭ হাজার পাউন্ড। মার্কা