ইতালির বিপক্ষে নেই মেসি-আগুয়েরো

messi-aguগুঞ্জনটা শোনা যাচ্ছিল বিকেল থেকে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ইতালির বিপক্ষে খেলতে পারছেন না লিওনেল মেসি। অধিনায়কের সঙ্গে সের্হিয়ো আগুয়েরোকেও পাচ্ছে না আর্জেন্টিনা।

আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’র খবর ছিল, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেসি। শতভাগ ফিট না হলে দলের সেরা অস্ত্রকে নিয়ে ঝুঁকি নেবেন না কোচ হোর্হে সাম্পাওলি। ঝুঁকি সত্যি নিলেন না তিনি, স্পেনের বিপক্ষে শতভাগ ফিট পেতেই ইতালির বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই রাখেননি তিনি বার্সেলোনা ফরোয়ার্ডকে।

মূলত মাংশপেশিতে সমস্যা হচ্ছে মেসির। ইতালির বিপক্ষে না খেলার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মেসি, ‘অস্বস্তি নিয়েই এখানে এসেছিলাম… অনুশীলন স্বাভাবিকভাবে করলেও শেষ দিনে আবার অস্বস্তিতে ভুগেছি। তাই ঠিক করেছি সবকিছু ঠিকঠাক করেই ফেরার।’ ইতিহাদের ম্যাচটি খেলার খুব ইচ্ছা ছিল তার, কিন্তু বাস্তবতা মেনে নিচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘খেলতে চেয়েছিলাম, তবে একটু আগে যেটা বললাম এখনও অনেক দূর যেতে হবে। ক্লাবে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আশা করছি স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে সেরে ওঠার কাজটা চালিয়ে যাব।’

আগুয়েরোর ছিটকে যাওয়াটা অবশ্য প্রত্যাশিতই। ইতালির বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যানসিটি তারকা জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও মাঠে নামার সম্ভাবনা ছিল ক্ষীণ। ক্লাব ফুটবলে পাওয়া চোট থেকে সেরে ওঠার কাজ করছেন এখন তিনি। গোল ডটকম