রোনালদো-সুয়ারেসদের পাশে সালাহ

গোল করে সালাহর উদযাপনমোহাম্মদ সালাহকে থামাতে পারছে না প্রতিপক্ষের কোনও গোলরক্ষক। শনিবার পারলেন না ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বেন ফস্টার। ৭২ মিনিটে দ্বিতীয় গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড স্পর্শ করলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড।

ইংল্যান্ডের শীর্ষ লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসালেন সালাহ। হাউথর্নসে এই মৌসুমে ৩১তম গোল করলেন তিনি। এতে করেই অ্যালান শিয়ারার, ক্রিস্তিয়ানো রোনালদো ও লুই সুয়ারেসের পাশে বসলেন প্রিমিয়ার লিগের বর্ষসেরার তালিকায় মনোনীত এই তারকা।

৩৮ ম্যাচের লিগ মৌসুমে শিয়ারার (১৯৯৫-৯৬), রোনালদো (২০০৭-০৮) ও সুয়ারেস (২০১৩-১৪) সর্বোচ্চ ৩১ গোল করেছিলেন। এবার সেই তালিকায় নাম লিখলেন সালাহ ৩৩ ম্যাচ খেলে। লিভারপুলের হাতে আছে আরও ৩ ম্যাচ। এবার এই রেকর্ড একার করে নেওয়ার সুযোগ ২৫ বছর বয়সী তারকার।

গত ১০ লিগ ম্যাচে ১৩ গোল করা সালাহ এই রেকর্ড ভাঙবেন বলেই প্রত্যাশা ভক্তদের। দারুণ এক রেকর্ড স্পর্শ করে রবিবারের বর্ষসেরা লিগ খেলোয়াড় হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন তিনি। কিন্তু এমন দিন স্মরণীয় করে রাখতে পারলেন না সালাহ। ২-০ গোলে এগিয়ে গিয়েও লিভারপুল যে ২-২ গোলে ড্র করেছে। গোল ডটকম