‘দুর্বল’ রিয়ালের কাছে হেরে অসন্তুষ্ট বায়ার্ন

রোনালদোচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে বায়ার্ন মিউনিখের মাঠে জিতেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু জার্মান চ্যাম্পিয়নদের দাবি, পুরো ম্যাচে তারাই ছিল এগিয়ে। বুধবার বড় ব্যবধানে জিততে পারতো তারা!

জোশুয়া কিমিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু রক্ষণের ভুলে মার্সেলোর গোলে তারা বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। মার্কো আসেনসিও করেন রিয়ালের জয়সূচক গোল।

অথচ ম্যাচে বেশি সুযোগ পেয়েছিল বায়ার্ন। এমন ফলাফলে তাই হতাশা লুকাল না তাদের খেলোয়াড়রা। ‘দুর্বল’ রিয়ালের বিপক্ষে হেরে হতাশ নিকলাস সুলে, ‘আমরা যদি ৫-২ গোলে ম্যাচটা জিততাম, তাহলে কারও দুঃখ হতো না। আমার মনে হয়, মিউনিখের এই ম্যাচের আগে রিয়ালকে এত দুর্বল কখনও দেখিনি।’

সুলের এই বক্তব্যের প্রেক্ষিতে কিমিচ তো আরও বড় ব্যবধানে জেতার দাবি করলেন, ‘আমি বলতে চাই, ৭-২ গোলে জিততে পারতাম। আপনারা সবাই খেলা দেখেছেন। প্রথমার্ধে আমাদের আরও দুই বা তিনটি সুযোগ ছিল। আর শেষ অর্ধে ফ্রাঙ্ক রিবেরি পেয়েছিলেন আরও কয়েকটি। আমি সব সুযোগের তালিকা করতে পারছি না। কিন্তু ছয় থেকে সাতটা ভালো সুযোগ ছিল আমাদের।’

রিয়ালের সাবেক তারকা হামেস রদ্রিগেস মনে করেন, কেবল দুটি সুযোগ পেয়েই সেটা কাজে লাগিয়েছে ইউরোপের চ্যাম্পিয়নরা। মার্কাকে তিনি বলেছেন, ‘আমাদের পাঁচটা পরিস্কার সুযোগ ছিল এবং তাদের ছিল মাত্র দুটি। এই ম্যাচের পর আমরা খুবই অখুশি।’

গত মৌসুমে রিয়ালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে একই ব্যবধানে হেরেছিল বায়ার্ন। তবে দ্বিতীয় লেগে তারা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নেয় অতিরিক্ত সময়ে, যেখানে ৩০ মিনিটে আরও ৩ গোল করে সেমিফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা। বার্নাব্যুতে এবারও তেমন কিছু করতে আত্মবিশ্বাসী ইয়ুপ হেইঙ্কেসের শিষ্যরা। কিমিচ বলেছেন, ‘এই লড়াই দুই ম্যাচের। তাই আমরা এখনই হার মানছি না। যদিও পরিস্থিতি খুব খারাপ। কিন্তু ফুটবলে সব সম্ভব। এজন্যই অনেকে ফুটবল দেখে। আমরা পরের সপ্তাহে এটা সম্ভব করতে চাই।’ গোল ডটকম