বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত দলে টাইসন-দানিলো

brazil-celebrate_1xr3zxovbmqjs1cj4xffi81m44রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের কোন ২৩ জনকে নিয়ে যাচ্ছেন তিতে, তার ১৫ জনের নাম আগেই নিশ্চিত করেছিলেন তিতে। বাকি ৮ জনকে নিয়ে সোমবার ঘোষণা করলেন চূড়ান্ত দল।

চূড়ান্ত দলের আক্রমণভাগে নেইমারের সঙ্গে যুক্ত হয়েছেন টাইসন। দানি আলভেস ইনজুরিতে পড়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন ফ্যাগনার। পিএসজি রাইট-ব্যাকের জায়গায় বসতে করিন্থিয়ান্সের এই ডিফেন্ডারের সঙ্গে লড়বেন দানিলো।

প্রত্যাশামতো জুভেন্টাসের ফরোয়ার্ড ডগলাস কোস্তা ও শাখতার মিডফিল্ডার ফ্রেড অন্তর্ভুক্ত হয়েছেন এই দলে। আক্রমণে নেইমার, টাইসন ও কোস্তার সঙ্গে আছেন ম্যানসিটির গ্যাব্রিয়েল হেসুস ও লিভারপুলের রবার্তো ফিরমিনো।

গ্রেমিও পেদ্রো গেরোমেল সেন্ট্রাল ডিফেন্সে জায়গা করে নিয়েছেন মারকুইনহোস, থিয়াগো সিলভা ও মিরান্দার সঙ্গে।

করিন্থিয়ান্সের গোলরক্ষক ক্যাসিও যোগ দিয়েছেন অ্যালিসন ও এডারসনের সঙ্গে। ২০১৬ সালের জুনে কোচ হওয়ার পর থেকে ৬৪ খেলোয়াড়কে নিয়ে পরীক্ষা চালান তিতে, সেখান থেকেই বেছে নিলেন সেরা ২৩ জনকে।

আগামী ১১ জুন রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবে ব্রাজিল। ১৭ জুন তাদের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের অন্য প্রতিদ্বন্দ্বী কোস্টারিকা ও সার্বিয়া।

ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দল

গোলরক্ষক- অ্যালিসন, এডারসন ও ক্যাসিও।

ফুল ব্যাক- মার্সেলো, দানিলো, ফিলিপ লুইস ও ফ্যাগনার।

সেন্টার ব্যাক- মারকুইনহোস, থিয়াগো সিলভা, মিরান্দা ও পেদ্রো গেরোমেল।

মিডফিল্ডার- উইলিয়ান, ফের্নান্দিনিয়ো, পাউলিনিয়ো, কাসেমিরো, ফিলিপ্পে কৌতিনিয়ো, রেনাতো অগাস্তো ও ফ্রেড।

ফরোয়ার্ড- নেইমার, গ্যাব্রিয়েল হেসুস, রবার্তো ফিরমিনো, ডগলাস কোস্তা ও টাইসন। গোল ডটকম