রিয়ালের হ্যাটট্রিক শিরোপায় আশাবাদী রামোস

সের্হিয়ো রামোসসের্হিয়ো রামোসের ধ্যানে জ্ঞানে এখন কেবলই চ্যাম্পিয়নস লিগ। গত দুই ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদ ও জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ অধিনায়ক আবারও উৎসব করতে চান। ২৬ মে কিয়েভের ফাইনালে লিভারপুল বাধা পেরিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে মরিয়া তিনি।

আবারও ইউরোপ সেরা হওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না রামোস, ‘আবারও ইউরোপের রাজা হওয়ার নতুন সুযোগ আমাদের সামনে, এটা ইতিবাচক। আমরা আরেকটি ফাইনাল উপভোগ করতে পারি এবং চেষ্টা করব সুখের রেশটা ধরে রাখতে। টানা তৃতীয় বছর এই শিরোপা হাতে নেওয়া হবে একটা স্বপ্নময় ব্যাপার। আমি আশা করি আমরা টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ ঘরে নিতে পারব।’

মুভিস্টার আয়োজিত এক ইভেন্টে রামোস ছাড়াও ফাইনাল নিয়ে কথা বলেছেন মার্সেলো, ‘বিনয়, পরিশ্রম, একতা ও উচ্চাকাঙ্ক্ষা হলো ফাইনাল জয়ের মূল চাবিকাঠি।’ রিয়ালের প্রতিপক্ষ লিভারপুলকে নিয়ে সতর্ক লুকা মদরিচ, ‘তারা ফেভারিটদের কেউ ছিল না। কিন্তু আপনি যখন তাদের খেলা ম্যাচগুলো দেখবেন, তখন বুঝতে পারবেন তারা ফাইনালের দাবিদার। তারা ভালো একটা দল, তাদের সেরা কোচ আছে। আমাদের জন্য খুব কঠিন ম্যাচ অপেক্ষা করছে। কিন্তু আমরা প্রস্তুত থাকব।’

ফাইনালের আগে শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচকে প্রস্তুতি হিসেবে নিতে পারে তারা। মার্কা