চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য রিয়াল প্রস্তুত: জিদান

Zinedine_Zidane_APলা লিগায় মৌসুমের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে এই ড্র অস্বস্তিতে ফেলছে না তাদের। কিয়েভে আগামী ২৬ মের ফাইনালের জন্য রিয়াল প্রস্তুত জানালেন কোচ জিনেদিন জিদান।

লিগ এবার তিন নম্বরে থেকে শেষ করেছে রিয়াল। হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপার আগে না জেতার হতাশা থাকলেও জিদান জানালেন, তার দল ঠিক অবস্থানে আছে। ফরাসি কোচ বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রথম একাদশ এখনই আমার মাথায় নেই। কিন্তু এটুকু বলতে পারি আমরা প্রস্তুত।’

ভিয়ারিয়ালের মাঠে কেউ ইনজুরিতে না পড়ায় স্বস্তি জিদানের কণ্ঠে, ‘আজ রাতে কেউ ইনজুরিতে পড়েনি, এটা গুরুত্বপূর্ণ। আমরা কিয়েভে ফাইনাল ও শেষ ম্যাচ খেলতে প্রস্তুত, এটা হতে যাচ্ছে এই মৌসুমের বিশেষ একটা ম্যাচ।’

দুই গোলে এগিয়ে থেকেও হোঁচট খাওয়ার কারণ হিসেবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভাবনাকে কারণ বলে স্বীকার করেছেন জিদান। তিনি বলেন, ‘আমরা প্রথমার্ধে ভালো খেলেছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে ফাইনালের কথা মাথায় রেখে সব সাজালাম। আর এটা যখন ঘটল, তখন প্রতিপক্ষ আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করল। আমাদের সামনে এখন বড় একটা ম্যাচ এবং সেটা উপভোগ করতে যাচ্ছি। লা লিগা এখন শেষ। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আমাদের রোমাঞ্চিত করছে।’ ইএসপিএনএফসি