‘ফাইনালে আন্ডারডগ নয় লিভারপুল’

ইয়ুর্গেন ক্লপচ্যাম্পিয়নস রিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ ফেভারিট স্বীকার করছেন ইয়ুর্গেন ক্লপ। কিন্তু লিভারপুলকে আন্ডারডগ হিসেবে দেখা উচিত নয় জানালেন জার্মান কোচ।

জিদানের তারকাখচিত রিয়াল পাঁচ বছরে চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য আগামী শনিবার কিয়েভে নামবে। অন্যদিকে লিভারপুল প্রথমবার ফাইনাল খেলতে যাচ্ছে ২০০৭ সালের পর।

অভিজ্ঞতায় তাই বেশ পিছিয়ে রেডরা। তাছাড়া ইউরোপিয়ান শীর্ষ মঞ্চে ক্লপের স্মৃতিও ভালো নয়, ২০১৩ সালের ফাইনালে হেরে যায় তার দল বরুশিয়া ডর্টমুন্ড। তবে ২০০৫ সালে লিভারপুলের বিজয়গাঁথা আত্মবিশ্বাসী করে তুলছে জার্মান কোচকে।

ক্লপ বলেছেন, ‘হ্যাঁ, (রিয়াল) ফেভারিট, তারা সব জানে। তারা তাদের চিত্রনাট্য লিখতে পারে, কারণ পাঁচ বছরের চারবার ফাইনালে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে।’

নিজেদের আন্ডারডগ হিসেবে মানতে আপত্তি লিভারপুল কোচ, ‘গত কয়েক বছর ধরে তিনটি ক্লাব আধিপত্য করেছে এবং আমরা তাদের একটির মুখোমুখি হতে যাচ্ছি। এই পরিস্থিতির সঙ্গে আমার কোনও সমস্যা নেই এবং আমি মনে করি না আমরা আন্ডারডগ।’

লিভারপুলের শেষ শিরোপা জয়ের কথা মনে করিয়ে দিলেন ক্লপ, ‘২০০৫ সালে (এসি মিলানের বিপক্ষে) লিভারপুল ফেভারিট দল ছিল না। তারপর তারা আবার ৩-০ গোলে পিছিয়ে ছিল। সত্যি বলছি, আমরা আমাদের ভূমিকায় খুশি। আমরা ভালো মুহূর্তে আছি। তিন বছরে তৃতীয় শিরোপা জয়ে সর্বোচ্চ মানের দল হচ্ছে রিয়াল। কিন্তু আমরা লিভারপুল, এটা কিন্তু ভুলে যাওয়া চলবে না।’

শিরোপা কোন দলের হতে যাচ্ছে এই প্রশ্নে লিভারপুল কোচ বলেছেন, ‘কোন দলের আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি, শেষ পর্যন্ত সেটার পরীক্ষা হবে। প্রায় আগের শিরোপা জয়ী দলই আছে রিয়ালের এবং সেটা একটা দুর্লভ ব্যাপার। তারা আবারও এটা করে দেখাতে চাইবে, কিন্তু আমরা তাদের থামানোর চেষ্টা করব। একটি ফাইনালে সবকিছু সম্ভব।’ গোল ডটকম