বিশ্বকাপের জন্য প্রস্তুত মেসি: আর্জেন্টিনা কোচ

messiলা লিগার সর্বোচ্চ গোলদাতা ও ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে বিশ্বকাপে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। রাশিয়ার আসরে নামতে শারীরিক ও মানসিকভাবে বার্সেলোনা ফরোয়ার্ড প্রস্তুত আছেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি।

সোমবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ, বিশ্বকাপে যে দলটি সাজানো হয়েছে মেসিকে কেন্দ্র করে। তাই বার্সেলোনা তারকার ফিট ও মানসিকভাবে সতেজ থাকাটা তার জন্য সবচেয়ে জরুরি। সেই জায়গা থেকে ‘সবুজ’ সংকেতই পেয়েছেন সাম্পাওলি। মেসি তাকে নিশ্চিত করেছেন, শারীরিক দিক থেকে ‘খুব ভালো’ আছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার বছর আগে জার্মানির বিপক্ষে ফাইনাল হারের হতাশা দূর করতে এবার নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। সেই মিশনে নামার আগে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। সাম্পাওলির সঙ্গে ফিটনেস ও মানসিক অবস্থা নিয়ে কথা হয়েছে তার।

সোমবার সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে কথা বলার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘মেসির সঙ্গে আমার কথা হয়েছে, আর আমি ভীষণ খুশি বিশ্বকাপ খেলতে ও যেভাবে মুখিয়ে আছে, সেটা দেখে। শারীরিক দিক থেকে ও ভালো অবস্থানে আছে।’

শঙ্কা ছিল সের্হিয়ো আগুয়েরোকে নিয়ে। হাঁটুতে অস্ত্রোপচার করানোয় বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন কিনা, এই সংশয় ছিল। তবে সোমবার সাম্পাওলির দল ঘোষণায় সংশয়ের মেঘ কেটে গেছে। ২৯ বছর বয়সী ম্যানসিটি ফরোয়ার্ডের অবস্থা জানাতে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘গত সপ্তাহ থেকে ও স্বাভাবিকভাবে সব কাজ করছে।’

গাব্রিয়েল মেরকাদো ও লুকাস বিজিয়াকে নিয়ে অবশ্য সংশয় আছে, সাম্পাওলি বলেছেন, ‘মেরকাদোকে নিয়ে বড় কোনও সমস্যা নেই। দেখা যাক বিজিয়ার অবস্থা কেমন হয় (ক্যাম্পে)।’ গোল ডটকম