বাফুফে লটারির ড্র: প্রথম পুরস্কার চ ৬৪১৮১০

লটারির ড্র অনুষ্ঠানফুটবলের উন্নয়নে তহবিল সংগ্রহের জন্য দ্বিতীয়বার লটারির আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার এই শীর্ষ সংস্থার নিজস্ব ভবনে হয়ে গেল সেটির ড্র। লটারিতে প্রথম পুরস্কার জয়ীর নম্বর চ ৬৪১৮১০।

গত ১৩ মার্চ বাফুফে ভবনে লটারির উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ২০ টাকা দামের এই লটারির প্রথম পুরস্কার বিজয়ী পাচ্ছেন ঢাকায় একটি ফ্ল্যাট বাড়ি কিংবা ৩০ লাখ টাকা।

এই ড্রর অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরন্নবী, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, অর্থ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন)নজরুল ইসলাম, অভ্যন্তরীণ অর্থ বিভাগের উপ-সচিব হামিদুল হক, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও বাফুফে জাতীয় লটারির প্রকল্প পরিচালক আলম কবির।

লটারির ড্রর ফলাফললটারিতে প্রথম পুরস্কার ছিল একটি। দ্বিতীয় পুরস্কারও একটি, পাঁচ লাখ টাকা। বিজয়ীর নম্বর ঙ ২৬৭৭৭৩। ২ লাখ টাকা মূল্যের তৃতীয় পুরস্কার একটি, নম্বর ঘ ২৬১২৯৯।

চতুর্থ পুরস্কার হল ৫টি, ১০ হাজার টাকা প্রতিটি। চ ৬৬০৯২৪, খ ১২৯০০৯, ঝ ৩৮৩৫৩৫, ঝ ৯১৭১৭০ এবং ঞ ১৩৪৬১৩।

প্রতিটি ৫ হাজার টাকা মূল্যের পঞ্চম পুরস্কার হলো ৬টি, নম্বরগুলো হলো- ক ১২৮৬১৭, জ ২৭৫০০৩, ছ ৬৪৩৮৩৯, ক ১১৯২৭১, ঝ ৯৭২১৮১ এবং ক ১০৬০৭১। এছাড়া ষষ্ঠ পুরস্কার হিসেবে আরও ৬১০ জনকে ২ হাজার করে টাকা দেওয়া হবে।