ক্যাম্পে ডাক পেয়েই রবিউল অবাক

রবিউল হাসানএশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে রবিবার বিকেএসপিতে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। ৪৪ জনের প্রাথমিক দলে নতুন মুখ রবিউল হাসান। বিকেএসপির ক্যাম্পে ডাক পেয়েই অবাক আরামবাগের এই মিডফিল্ডার।

বাংলা ট্রিবিউনকে উচ্ছ্বাস ভরা কণ্ঠে তিনি বলেছেন, ‘এত তাড়াতাড়ি জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাওয়ার কথা চিন্তাও করিনি। অনেক বড় একটা সারপ্রাইজ পেয়েছি। ভাবতেই কেমন জানি লাগছে!’

জুনের প্রথম সপ্তাহে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ব্রিটিশ কোচ জেমি ডে। চূড়ান্ত দলও ঘোষণা করবেন তিনি। নতুন কোচের মন জয় করে চূড়ান্ত দলে জায়গা করে নিতে চান রবিউল, ‘আমার লক্ষ্য বাংলাদেশের চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া। জানি এটা অনেক কঠিন কাজ। তবে আমার আত্মবিশ্বাস আছে। সিনিয়ররাও উৎসাহ দিচ্ছেন আমাকে।’

রবিউলের ফুটবল ক্যারিয়ার বেশি দিনের নয়। পাইওনিয়ার ফুটবল লিগে আক্কু একাডেমির হয়ে ক্যারিয়ার শুরু। এরপর দিলকুশার হয়ে তৃতীয় বিভাগে খেলেছেন। প্রিমিয়ার লিগে আরামবাগে দুই মৌসুম কাটানোর পর ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পে। সেজন্য প্রখ্যাত কোচ মারুফুল হকের কাছে কৃতজ্ঞ ১৯ বছর বয়সী মিডফিল্ডার, ‘মারুফ স্যারের কাছে অনেক কিছু শিখেছি। আমার এত কম সময়ে এত দূর আসার পেছনে তার বিশাল অবদান। তার অবদানের কথা কখনও ভুলতে পারবো না।’