২০২২ ফুটবল বিশ্বকাপ ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর

২০২২ কাতার বিশ্বকাপচূড়ান্ত ঘোষণা এলো ২০২২ বিশ্বকাপ সূচির। ফুটবল মহাযজ্ঞের প্রথা ভেঙে জুন-জুলাইয়ের বদলে কাতারের আসর বসবে নভেম্বর-ডিসেম্বরে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ২০২২ সালের ২১ নভেম্বর বিশ্বকাপ শুরু হয়ে পর্দা নামবে ১৮ ডিসেম্বর।

২০১৮ বিশ্বকাপ শেষ পর্যায়ে। রবিবার ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনাল দিয়ে পর্দা নামতে যাওয়া রাশিয়ার আসর শেষের আগেই সামনের বিশ্বকাপ সূচির চূড়ান্ত ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। জুন-জুলাইয়ে কাতারের গরম আবহাওয়ায় বিশ্বকাপ আয়োজন যে সম্ভব নয়, সেটা এশিয়ার দেশটি আয়োজক নির্বাচিত হওয়ার পর থেকেই চলেছে আলোচনা। তাই কাতারের বিশ্বকাপের সূচি যে পাল্টে যাচ্ছে, সেটা একরকম নিশ্চিতই ছিল।

শুক্রবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হওয়ায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সূচিও পাল্টে যাবে। সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে, কাতারে খেলা হবে ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। লিগগুলোকে জানিয়ে দেওয়া হবে এবং তাদের ক্যালেন্ডারের সঙ্গে এই সূচি মানিয়ে নিতে হবে।’

শুধু সূচি পাল্টে যায়নি, বিশ্বকাপের সময়সীমাও কমে এসেছে। এবারের বিশ্বকাপ যেখানে ৩২ দিনের আসর, সেখানে কাতারের বিশ্বকাপ শেষ হবে ২৮ দিনে। ২০২২ সালের আসরই হতে যাচ্ছে ৩২ দেশের সবশেষ বিশ্বকাপ। কারণ ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো তিন দেশের আয়োজনে বিশ্বকাপ হবে ৪৮ দলের। যদিও কাতারের বিশ্বকাপেও দল বাড়তে পারে, কারণ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা।