‘এমবাপে একটা এলিয়েন’

বিশ্বকাপ ট্রফি হাতে কাইলিয়ান এমবাপেমাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতেছেন কাইলিয়ান এমবাপে। ফুটবলের সবচেয়ে বড় আসরে আলো ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা এই ফরোয়ার্ডে মুগ্ধ ফ্রান্স দলের সতীর্থ রাফায়েল ভারান। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের চোখে ‘এমবাপে একটা এলিয়েন।’

রাশিয়া বিশ্বকাপে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন এমবাপে। ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন তিনি। লক্ষ্যভেদ করেছেন চারবার, যার একটি এসেছে ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফরাসিদের ৪-২ গোলের জয়ের পথে। রাফায়েল ভারানের চোখে ‘লে ব্লুজ’ ফরোয়ার্ড ‘তরুণ এলিয়েন’।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পিএসজি-রিয়ালের দ্বৈরথে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিলেন এমবাপে-ভারান। বিশ্বকাপে অবশ্য লড়েছেন ফ্রান্সের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে। প্যারিস সেন্ত জার্মেইয়ের তরুণ ফরোয়ার্ডের সঙ্গে খেলার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন এই ডিফেন্ডার। সেখানে মজা করে ভারান জানিয়েছেন, এমবাপে এসেছেন অন্য গ্রহ থেকে।

ফরাসি জনপ্রিয় দৈনিক ‘লেকিপ’কে ভারান বলেছেন, ‘আমি বেশ কয়েকটি এলিয়েন সম্পর্কে জানি। আমার মনে হয়, এবারই প্রথম তরুণ কোনও এলিয়েনের সঙ্গে দেখা হলো আমার। সাধারণত আমার দেখা হয়েছে ২৫ থেকে ৩০ বছর বয়সীদের সঙ্গে। বিশ্বকাপে আমার পরিচয় হয়েছে ২০ বছরের নিচের এলিয়েনের সঙ্গে।’

এমবাপেকে এলিয়েন বলার কারণটাও ব্যাখ্যা করেছেন বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার, ‘ওর সবকিছু দ্রুত চলে। ম্যাচের আগে দেখা গেল ওর সঙ্গে আমি ট্যাকটিক্যালি কোনও কথা বলছি, আমি আমার কথা শেষও করতে পারলাম না, তার আগেই ও বুঝে গেছে। এরপর আবার আমাকেই বুঝিয়ে দিচ্ছে, আমি কী বলছিলাম।’ গোল ডটকম