কাতারে ড্র করেছে বাংলাদেশ

কাতারে বাংলাদেশ দলের অনুশীলন (ফাইল ছবি)এশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে কাতারে অনুশীলন চলছে বাংলাদেশ ফুটবল দলের। সেই অনুশীলনের অংশ হিসেবে একমাত্র প্রস্তুতি ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশটির মেসাইমির ফুটবল ক্লাবের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে মামুনুল-সুফিলরা।

ইংলিশ কোচ জেমি ডে’র অধীনে প্রথম ম্যাচ খেললো বাংলাদেশ। বুধবার রাতে মেসাইমির ফুটবল ক্লাব ট্রেনিং গ্রাউন্ডের ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে পড়ে। কর্নার থেকে গোল হজম করে ব্যাকফুটে চলে যায জামাল-জনিরা। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়াতে পেরেছে সফরকারীরা। ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে অভিজ্ঞ স্ট্রাইকার সাখাওয়াত রনি ম্যাচে সমতা ফেরান।

কাতারের দ্বিতীয় সারির এই দলটি দ্বিতীয়ার্ধে বিদেশি খেলোয়াড় নামিয়েও জিততে পারেনি। বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কর্নার থেকে আমাদের গোল হজম করতে হয়েছে। পরে দল ঘুরে দাঁড়ায়। একাধিক সুযোগ নষ্ট হয়েছে। জামাল-সুফিলরা ব্যবধান বাড়াতে পারতো। কিন্তু গোল মিসের কারণে হয়নি। তবে দলের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট।’