পগবাকে মরিনহোর চ্যালেঞ্জ

পল পগবাম্যানচেস্টার ইউনাইটেডে নতুন মৌসুমে বিশ্বকাপের দারুণ ফর্ম আবারও দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হোসে মরিনহো।

রাশিয়ায় ফ্রান্সের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই মিডফিল্ডারের। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে গোল করেন তিনি। এখন তাকে নিয়ে চারদিক প্রশংসার ছড়াছড়ি। অথচ ২০১৬ সালে জুভেন্টাস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর থেকে তাকে নিয়ে সমালোচনা।

তবে ম্যানইউ কোচের প্রত্যাশা, রাশিয়ায় ফ্রান্সের জার্সিতে চমৎকার ফর্ম ক্লাবেও ধরে রাখবেন পগবা। মরিনহো বলেছেন, ‘বিশ্বকাপ জেতা একটি ইতিবাচক ব্যাপার হতে পারে। এটি জেতার কিংবা দলকে যথেষ্ট সহায়তা করতে পারার সুযোগ অনেক বেশি খেলোয়াড়ের হয় না। পগবার জন্য ছিল এটি প্রথম বিশ্বকাপ এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা দুর্দান্ত ব্যাপার।’

২৫ বছর বয়সী মিডফিল্ডারের প্রশংসায় পর্তুগিজ কোচ বলেছেন, ‘আমি আশা করি সে বুঝতে পারবে কেন এত ভালো ছিল (বিশ্বকাপে)। তাকে বুঝতে হবে কেন সে ভালো খেলতে পেরেছে, বিশেষ করে প্রতিযোগিতার দ্বিতীয় অর্ধে। সেখানে সে ছিল একেবারেই অসাধারণ।’

বিশ্বকাপ শিরোপা জয়ী পগবা এখন ছুটিতে। ইউনাইটেডের ৫ ম্যাচের গ্রীষ্মকালীন সফরে খেলবেন না তিনি। তাছাড়া ১০ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে লিস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচেও দেখা যাবে না ফরাসি মিডফিল্ডারকে। গোলডটকম