বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হয়ে লিভারপুলে আলিসন

আলিসনমিডিয়ার খবর হলো সত্যি। রেকর্ড ৭ কোটি ৩০ লাখ ইউরোতে রোমা থেকে লিভারপুলে চুক্তি করলেন আলিসন বেকার। জিয়ানলুইজি বুফনকে সিংহাসনচ্যুত করে এখন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক এই ব্রাজিলিয়ান।

দারুণ একটি মৌসুমের আভাস দিতে চতুর্থ চুক্তিতে চমক দেখাল রেডরা। নাবি কেইটা, ফ্যাবিনিয়ো ও জারদান শাকিরির পর আলিসনকে কিনল তারা। সিরি এ’তে দুই বছর কাটানোর পর মার্সিসাইড ক্লাবটির সঙ্গে ৬ বছরের চুক্তি করেছেন গত বিশ্বকাপে ব্রাজিলের গোলপোস্টের নিচে দাঁড়ানো এই তরুণ গোলরক্ষক।

এর আগে ২০০১ সালে পার্মা থেকে ৫ কোটি ২০ লাখ ইউরোতে বুফনকে কিনেছিল জুভেন্টাস। এতদিন সেটাই ছিল কোনও গোলরক্ষকের ট্রান্সফার ফির সর্বোচ্চ রেকর্ড। প্রায় দুই কোটি ইউরো বেশি দামে এবার ইতালিয়ানকে পেছনে ফেললেন আলিসন।

নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে এনফিল্ডে যাওয়া ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান গোলরক্ষক বলেছেন, ‘আমি সত্যিই খুশি। এই ধরনের ক্লাব যারা সবসময় জিততে অভ্যস্ত, তাদের জন্য সম্মানজনক একটা জার্সি পরতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার জীবন ও ক্যারিয়ারে এই ক্লাব ও পরিবারের অংশ হতে পারা বিশাল একটা ধাপ। আপনারা নিশ্চিত থাকুন, আমি আমার সবটুকু দিয়ে দেবো।’ গোল ডটকম