হ্যাজার্ডকে চেলসিতেই দেখতে চান ফাব্রেগাস

গোল উদযাপনে হ্যাজার্ডকে জড়িয়ে ধরেছেন ফাব্রেগাস (ফাইল ছবি)রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন বেড়েই চলেছে তার। এডেন হ্যাজার্ড অবশ্য নিজের দলবদলের গুঞ্জনে নীরব। তবে ইউরোপিয়ান মিডিয়ার খবরকে সম্ভবত খুব গুরুত্ব দিচ্ছেন বেলজিয়াম তারকার চেলসি সতীর্থ সেস্ক ফাব্রেগাস। সেই কারণেই কিনা ইংলিশ ক্লাবটিতে হ্যাজার্ডের গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোতে পর্তুগিজ যুবরাজ দিনকয়েক আগে নাম লিখিয়েছেন জুভেন্টাসে। রোনালদোর জায়গা পূরণে রিয়াল নাকি হ্যাজার্ডকে নিয়ে আসতে চাইছে চেলসি থেকে। বিশ্বকাপের পর থেকে বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জনটা দিনে দিনে নতুন রসদ যোগ করছে। ফাব্রেগাস অবশ্য হ্যাজার্ডকে চেলসিতেই দেখতে চাইছেন।

স্প্যানিশ মিডফিল্ডারের চোখে হ্যাজার্ড ব্লুদের সেরা খেলোয়াড়। আর দলের সেরা খেলোয়াড়কে অবশ্যই ধরে রাখা উচিত বলে মনে করেন ফাব্রেগাস। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার হ্যাজার্ড প্রসঙ্গে বলেছেন, ‘মিথ্যা বলব না, ওর (হ্যাজার্ড) সঙ্গে আমার প্রায়ই কথা হয়। ও ক্লাবের সেরা খেলোয়াড়, তাই চেলসিতে আমাদের উচিত সেরা খেলোয়াড়কে ধরে রাখা।’

বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করা এই ফরোয়ার্ডকে চেলসিতেই চান ফাব্রেগাস, ‘ও জানে ভক্তরা ওকে ভালোবাসে। আর ও এমন এক খেলোয়াড়, যার সঙ্গে খেলতে সবাই পছন্দ করে। সবকিছু মিলিয়ে আমরা চাই ও থাকুক (চেলসিতে)।’

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন হ্যাজার্ড। বেলজিয়ামের অধিনায়ক হিসেবে ফুটবলের সবচেয়ে বড় আসরে নেমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। চমৎকার পারফরম্যান্সে তৃতীয় হয়ে ২০১৮ সালের বিশ্বকাপ শেষ করেছে হ্যাজার্ডের বেলজিয়াম। গোল ডটকম