প্রায় ২০ লাখ টাকা বকশিশ দিলেন রোনালদো!

হোটেলের কর্মীদের সঙ্গে রোনালদোপর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ক্রিস্তিয়ানো রোনালদো ছুটি কাটাতে সপরিবারে গিয়েছিলেন গ্রিসে। উঠেছিলেন পেলোপোনেস শহরের কস্তা নাভারিনো রিসোর্টে। হোটেলের ব্যবস্থাপনায় তিনি এতটাই খুশি হয়েছিলেন যে, হোটেল কর্মীদের বকশিশ হিসেবে ২০ হাজার ইউরো রেখে এসেছেন তিনি।

বান্ধবী হোর্হেনা রোদ্রিগেস ও ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রকে নিয়ে গ্রিক হোটেলটির রয়্যাল মেথোনি ভিলায় উঠেছিলেন রোনালদো। তখনও জুভেন্টাসের সঙ্গে চুক্তি হয়নি ৩৩ বছর বয়সী স্ট্রাইকারের। বিশ্বকাপের ক্লান্তি ঝেড়ে ফেলতে নয়নাভিরাম ওই রিসোর্টে ওঠেন তিনি। ১০ দিন ছিলেন সেখানে। এই সময়ে পাপারাজ্জিরা ঘেষতেও পারেননি তাদের কাছে।

পরিবার নিয়ে কোনও ঝুট ঝামেলা ছাড়াই একান্তে রোনালদোর এই ছুটি কাটানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হোটেল কর্মীরা। তারা যে সফল সেটা আর না বললেও চলে। হোটেল থেকে চেক আউট করার আগে ২০ হাজার ইউরো (১৯ লাখ ৬৮ হাজার ৯৬১ টাকা) দিয়ে এসেছেন তার সেবায় নিয়োজিত ১০ জন কর্মীকে।

গ্রিসে পরিবারের সঙ্গে রোনালদোগ্রিসের খেলা বিষয়ক অনলাইন ম্যাগাজিন স্পোরটাইম জানায়, ‘রোনালদো ও তার পরিবারকে দেখভালের জন্য এবং পাপারাজ্জিদের কাছ থেকে দূরে রাখা ১০ জন হোটেল কর্মীর প্রত্যেকে ২ হাজার ইউরো করে বকশিশ পেয়েছেন।’

রোনালদোর সেবা করতে পেরে খুশি হোটেল কর্মীরাও। কস্তা নাভারিনো ইনস্টাগ্রামে পর্তুগিজ অধিনায়কের সঙ্গে তার কর্মীদের তোলা ছবি পোস্ট করে লিখেছে, ‘ক্রিস্তিয়ানো রোনালদো ও তার পরিবারের সেবা করাটা ছিল সম্মানের এবং দারুণ একটা অভিজ্ঞতা। আমাদের গল্পের অংশ হওয়ায় রোনালদোকে অনেক ধন্যবাদ।’

এই ছুটি কাটানোর মধ্যেই জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রে আগনেলির সঙ্গে সিরি এ’তে খেলার কথাবার্তা চূড়ান্ত করেন রোনালদো। ১০ কোটি ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে তাকে কিনেছে তুরিনের ক্লাব।