পিছিয়ে পড়েও পিএসজিকে হারাল বায়ার্ন

বায়ার্নের তৃতীয় গোল উদযাপনবায়ার্ন মিউনিখের কোচ হিসেবে নিকো কোভাকের শুরুটা হলো দুর্দান্ত। শনিবার আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে পিছিয়ে পড়েও প্যারিস সেন্ত জার্মেইকে ৩-১ গোলে হারাল তার দল।

নতুন মৌসুম শুরুর প্রস্তুতিমূলক টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন ও পিএসজি। কোভাকের মতোই এদিন শুরু হলো থোমাস টাখেলের পিএসজি অধ্যায়। দুজনই তারকাহীন দল নামান মাঠে।

অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফরাসি চ্যাম্পিয়নরা। লাইবেরিয়ার সাবেক ফুটবল তারকা ও বর্তমান প্রেসিডেন্ট জর্জ উইয়ার ছেলে টিমোথি উইয়া ৩১ মিনিটের গোলটি করেন।

জিয়ানলুইজি বুফন পিএসজির গোলপোস্টে প্রথমবার দাঁড়ান, কিন্তু প্রথম ৪৫ মিনিট কঠিন পরীক্ষায় পড়েননি জুভেন্টাসের সাবেক তারকা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে আরিয়েন রবেনের কর্নার থেকে জাভি মার্তিনেস করেন সমতা ফেরানো গোল।

৬৬ মিনিটে রেমি দেশম বদলি নামেন বুফনের হয়ে। তার ২ মিনিট পরই তাকে বোকা বানিয়ে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন রেনাতো সানচেস। ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বায়ার্ন। বদলি নামা জোশুয়া জির্কজি ৭৮ মিনিটে দলের তৃতীয় গোল করে সব আশঙ্কা দূর করে দেন।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আগামী ২৬ জুলাই জুভেন্টাসের মুখোমুখি হবে বায়ার্ন। তার দুই দিন পর পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে। গোল ডটকম