ব্রাজিলের বিদায়ের পর বিশ্বকাপের খেলা দেখেননি নেইমার

2018-07-12T113743Z_1970820290_RC1A092D1850_RTRMADP_3_SOCCER-WORLDCUP-BRAঘরের মাঠে চার বছর আগের বিশ্বকাপে ‘হেক্সা’ স্বপ্ন পূরণ করতে পারেনি ব্রাজিল, সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছিল ৭-১ গোলে। এবারের বিশ্বকাপে বিদায় নিয়েছে আরও আগে, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে। রাশিয়ায় ‘সেলেসাও’দের ব্যর্থতার পর শোকাচ্ছন্ন হয়ে পড়েন নেইমার। তিনি জানিয়েছেন, ব্রাজিলের বিদায়ের পর বিশ্বকাপের কোনও ম্যাচ দেখেননি!

প্যারিস সেন্ত জার্মেইর এই স্ট্রাইকার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি তখন যেন শোক পালন করছিলাম, বিষন্ন হয়ে পড়েছিলাম। বিশ্বকাপের আর কোনও খেলা দেখিনি।’ এমন দুর্বিষহ অবস্থা কীভাবে কাটিয়ে উঠলেন ব্রাজিলিয়ান তারকা? নেইমার জানালেন, ‘আমার ছেলে, পরিবারের সদস্য আর বন্ধুরা আমাকে ভালোবাসে। তারা আমাকে মনমরা থাকতে দেয়নি।’

ব্রাজিলের বিদায়ের পর পিএসজি ছেড়ে তার রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে গুঞ্জনটাকে এক কথায় ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি, ‘এ খবরটা একেবারেই গুজব।’

রাশিয়ায় প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে বার বার মাঠে পড়ে গেছেন তিনি। সমালোচকদের চোখে যা আসলে ‘অভিনয়’। নেইমার অবশ্য এ ধরনের অভিযোগকে পাত্তাই দিচ্ছেন না, ‘বিশ্বকাপে আমি খেলতে গিয়েছি, প্রতিপক্ষকে হারাতে গিয়েছি, মার খেতে নয়। আমাকে নিয়ে একটু বেশিই সমালোচনা হয়েছে। বয়স হয়েছে, তাই আমিও এসব সামলাতে শিখেছি।’