‘পিএসজিতে নেইমারের মিশন অসমাপ্ত’

নেইমার ও দানি আলভেসনেইমার যে উদ্দেশ্য নিয়ে প্যারিস সেন্ত জার্মেইতে চুক্তি করেছিলেন, সেটা এখনও পূরণ হয়নি। তাই ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে কোথাও যাবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, এই প্রত্যাশা জাতীয় দল ও ক্লাব সতীর্থ দানি আলভেসের।

গত মৌসুমে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজির হন নেইমার। অভিষেক মৌসুমে হয়েছেন লিগ ওয়ানের সেরা খেলোয়াড়। তবে শুরু থেকে গুঞ্জন চলে- রিয়াল মাদ্রিদ চায় তাকে।

অবশ্য নেইমার সম্প্রতি জানান, পিএসজিতে থাকবেন তিনি এবং নতুন কোচ থোমাস টাখেলের অধীনে চ্যাম্পিয়নস লিগে সাফল্য পেতে চান। আলভেস মনে করেন- যে মিশন নিয়ে প্যারিসের ক্লাবে যোগ দিয়েছিলেন তার সতীর্থ, সেটা এখনও অসমাপ্ত। ব্রাজিলের এই রাইট ব্যাক বলেছেন, ‘আমি আশা করি নেইমার থাকবে। পিএসজিকে দেওয়ার মতো এখনও অনেক কিছু আছে তার। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, প্যারিসে প্রথম মৌসুমে তার উদ্দেশ্য অর্জন হয়নি। তাই তার চলে যাওয়া উচিত নয়।’

আলভেস আরও যোগ করেছেন, ‘উদ্দেশ্য যখন পূরণ হবে তখনই কেবল চলে যাওয়ার কথা ভাবা হয়। এই মুহূর্তে বলা যায়, নেইমারের পিএসজি মিশন অসমাপ্ত।’ গোল ডটকম