শেখ জামালের সঙ্গে জাতীয় দলের ড্র

ম্যাচ শুরুর আগে রেফারিদের সঙ্গে দুই অধিনায়কএশিয়ান গেমস ও সাফ ফুটবলকে সামনে রেখে চলছে জাতীয় দলের অনুশীলন। সেই প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয়েছিল মামুনুল ইসলাম-শাখাওয়াত রনিরা। কেউই জেতেনি, ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে ম্যাচটি।

কাতারে প্রায় দুই সপ্তাহ অনুশীলন শেষে এখন বিকেএসপিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কোরিয়া যাবে দল। সেখানে অনুশীলনের পাশাপাশি ম্যাচও খেলার কথা আছে। তার আগে বিকেএসপিতে অনুশীলন পর্ব সেরেছে শেখ জামালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে।

৩০ মিনিট করে দুই অর্ধে খেলা হয়েছে। ইংলিশ কোচ জেমি ডে দুই অর্ধে খেলোয়াড়দের শক্তি-দুর্বলতা দেখে নিয়েছেন। ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যে জাতীয় দল এগিয়ে যায়। মিডফিল্ডার বিপলু আহমেদ এগিয়ে নেন দলকে। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলে গোল হজম করতে হয়েছে জেমি ডে’র দলকে। ডিফেন্ডার রহমত মিয়া শেখ জামালের আক্রমণ রুখতে গিয়ে নিজেদেরই জালে বল জড়িয়ে দেন।

শেখ জামাল এখন নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। তিন বিদেশি নিয়ে মাঠে নেমেছিল তারা।

ম্যাচ শেষে জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জাতীয় দল অপেক্ষাকৃত ভালো খেলেছে। ডিফেন্ডার রহমত আত্মঘাতী গোল না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো দল।’