বার্সায় ৭ নম্বর জার্সি পেলেন কৌতিনিয়ো

৭ নম্বর জার্সি হাতে কৌতিনিয়োহাভিয়ের মাসচেরানো চলে যাওয়ায় বার্সেলোনায় এসে তার ১৪ নম্বর জার্সিটি পরেছিলেন ফিলিপে কৌতিনিয়ো। নতুন মৌসুমে জার্সি বদল হচ্ছে তার। এবার তিনি পরতে যাচ্ছেন ৭ নম্বর জার্সি।

কাতালান ক্লাব বৃহস্পতিবার নিশ্চিত করেছে, নবম খেলোয়াড় হিসেবে বার্সায় এই জার্সিটি পরবেন কৌতিনিয়ো। বার্সার কিংবদন্তি খেলোয়াড় ও কোচ ইয়োহান ক্রুইফের বিখ্যাত ১৪ নম্বর জার্সি এবার রেখে দিচ্ছেন তিনি।

গত মৌসুমে আরদা তুরান বার্সা ছাড়ার পর প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান তারকার গায়ে উঠতে যাচ্ছে ৭ নম্বর জার্সি। গত মৌসুমে লিগ ও কোপা দেল রে জয়ে ২২ ম্যাচে ১০ গোল করে অবদান রাখেন কৌতিনিয়ো। ছয়টি অ্যাসিস্টও ছিল তার।

এর আগে ৭ নম্বর জার্সিটি পরেন পেদ্রো রদ্রিগেজ (২০১৩-১৫), দাভিদ ভিয়া (২০১০-১৩), এইদার গুদজনসেন (২০০৬-১০), হেনরিক লারসন (২০০৪-০৬), হাভিয়ের সাভিওলা (২০০১-০৪), আলফোনসো পেরেস (২০০০-০১) এবং সাবেক বর্ষসেরা লুইস ফিগো (১৯৯৫-২০০০)। ইএসপিএনএফসি