হাসপাতাল ছাড়লেন ব্রাজিলের রোনালদো

টুইটারে নিজের সুস্থতার কথা জানান রোনালদোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোনালদো। পাঁচ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার।

স্পেনের পর্যটন কেন্দ্র ইবিজায় ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হন ৪১ বছর বয়সী সাবেক ফরোয়ার্ড। দুই দিন পর তার হাসপাতালে ভর্তির খবর জানা যায় স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে। যদিও কয়েক ঘণ্টার ব্যবধানে টুইটারে রোনালদো জানান, সুস্থ হওয়ার পথে তিনি।

স্প্যানিশ মিডিয়া জানায়, মঙ্গলবার হাসপাতাল ছেড়েছেন রোনালদো। ২০০২ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ীও টুইটারে আশ্বস্ত করেছেন তার সুস্থতার কথা, ‘আপনাদের বলছি, কয়েক দিন ক্লিনিকে থাকার পর আমি এরই মধ্যে বাসায় পৌঁছে গেছি। আমার সুস্থতা কামনা করে আপনাদের পাঠানো বার্তার জন্য ধন্যবাদ। আপনারা আমাকে ইতিবাচক শক্তি জুগিয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘চিকিৎসক ও নার্সদের অনেক কৃতজ্ঞতা জানাই। এখন ফুটবলে মনোযোগ দেওয়া যাক! এই মৌসুম হতে যাচ্ছে অসাধারণ এবং অনেক খবর আসবে আশা করছি।’ ইএসপিএনএফসি