এখন শিরোপায় চোখ বাংলাদেশের মেয়েদের

তাদের গোলেই ফাইনালে বাংলাদেশশুরু থেকে বাংলাদেশের আধিপত্য, শেষটাও হলো তাই রঙিন। ভুটানকে ৫-০ গোলে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত জয়ের পর এখন শিরোপায় চোখ বাংলাদেশের।

লাল-সবুজ দলের সফল কোচ গোলাম রব্বানী ছোটন দলের পারফরম্যান্সে ভীষণ খুশি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা স্বাভাবিক খেলাটা খেলেছি। গোলের জন্য চেষ্টা করে এক পর্যায়ে সফল হয়েছি। এজন্য মেয়েদের ধন্যবাদ দিতে হয়। ইতিবাচক পারফরম্যান্সই তাদেরকে ফাইনালে নিয়ে গেছে। আর প্রমাণ করেছি এই আসরে আমরাই ফেভারিট।’

দুই বোন আনাই ও আনুচিং মোগিনী গোল করে উচ্ছ্বসিত। তাদের চোখেমুখে তৃপ্তির ঝলক, ‘আমরা গোল করতে পেরে অনেক খুশি। দলের জয়ে ভূমিকা রাখতে পেরেছি, খুব ভালো লাগছে। এখন আমরা শিরোপা জিততে চাই, এটাই লক্ষ্য।’

ভুটান কোচ সুং জি লি বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। তার বক্তব্য, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা যোগ্য দল হিসেবে ম্যাচ জিতেছে। শুরুতে আমরা ভালো খেলার চেষ্টা করেছি, কিন্তু বাংলাদেশের চাপের মুখে তা হয়নি। তারা সব দিক দিয়ে যোগ্য দল। যে কারণে আমাদের বড় ব্যবধানে হারতে হয়েছে।’

আগামী ১৮ আগস্ট প্রতিযোগিতাটির টানা দ্বিতীয় শিরোপা জেতার লক্ষ্যে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।