অ্যাতলেতিকোর লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

5b754a454a066রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা সুপার কাপ জেতার পর অ্যাতলেতিকো মাদ্রিদ প্রধানের চোখ এবার ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে। দলকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দেখতে চান অ্যাতলেতিকো প্রেসিডেন্ট এনরিক সেরেজো।

গত বুধবার রিয়ালকে হারিয়ে তৃতীয় সুপার কাপ জেতে অ্যাতলেতিকো। ২০১৪ ও ২০১৬ সালে এই নগর প্রতিদ্বন্দ্বীর কাছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হেরেছিল তারা। গত মৌসুমে গ্রুপ পর্বে বাদ পড়া দলটির চোখ এবার পরের আসরের ফাইনাল, কারণ ম্যাচটি হবে তাদের ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে।

সেরেজো ক্লাবের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘গত মৌসুমে উন্নতি করা উদ্দেশ্য ছিল, যেটা খুব কঠিন হয়ে গিয়েছিল। এবার আমরা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পৌঁছাতে চেষ্টা করবো। জানি এটা অনেক কঠিন আমাদের জন্য, ম্যাচটা হবে আমাদের স্টেডিয়ামে।’

নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। তার আগে গ্রুপের ড্র হবে ৩০ আগস্ট। শিরোপার লড়াই হবে ১ জুন। গোল ডটকম