নেইমার-এমবাপে ব্যালন ডি’অর জিতবেন, যদি...

নেইমারপুরস্কারটা ব্যক্তিগত হলেও দলীয় পারফরম্যান্স ও সাফল্যের ওপরই নির্ভর করে সব। দল সফল হলে তবেই পুরস্কার প্রাপ্তির আনন্দে ভেসে যাওয়া যায়। এই কথাটাই নেইমার ও কাইলিয়ান এমবাপের ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে মনে করিয়ে দিয়েছেন পিএসজি কোচ থোমাস টুখেল।

বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বার্সেলোনা ছেড়ে এসেছেন নেইমার। তার পিএসজি সতীর্থ এমবাপেও জানিয়ে রেখেছেন ব্যালন ডি’অর জেতার দৌড়ে থাকতে পারেন তিনিও। তবে ফুটবলে ব্যক্তিগত অর্জনের সবচেয়ে বড় পুরস্কার জিততে হলে দলীয় সাফল্য দরকার বলে জানিয়েছেন টু্খেল। পিএসজির নতুন ‍কোচের মতে, তাদের ব্যালন ডি’অর জিততে হলে পিএসজির সাফল্য দরকার।

ফরাসি লিগের দলটি শিরোপার উল্লাসে ভাসলে নেইমার-এমবাপে পুরস্কার জেতার সম্ভাবনা প্রবল হবে। সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘এটা (ব্যালন ডি’অর) শুধু ওই খেলোয়াড়ের ওপর নির্ভর করছে না, নির্ভর করছে গোটা দলের ওপরই। একটা বিষয় তো নিশ্চিত- দলের সাফল্য ছাড়া আপনি কখনও ব্যালন ডি’অর জিততে পারবেন না।’

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি নেইমার। যদিও তাতে কোনও সমস্যা দেখছেন না টুখেল। পিএসজি কোচের মতে, ‘খেলোয়াড় ও স্টাফদের সাফল্য দরকার। তারাও (নেইমার ও এমবাপে) খুব ভালো করে জানে তাদের একটি দল দরকার। প্রত্যেকে যদি শান্ত থাকে ও লক্ষ্যের দিকে নজর রাখে, তাহলে সবকিছুই সম্ভব।’ গোল ডটকম