লা লিগা প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইন্টার!

হাভিয়ের তেবাসগুঞ্জন উঠেছে, লুকা মদরিচকে নিতে সব ধরনের চেষ্টা করছে ইন্টার মিলান। আর ক্রোয়েট মিডফিল্ডারকে রেখে দিতে তৎপর রিয়াল মাদ্রিদ। তাকে নিয়ে টানা হ্যাঁচড়ার মধ্যেই সিরি এ ক্লাবকে নিয়ে কড়া মন্তব্য করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। এতে খেপেছে ইন্টার, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইতালিয়ান জায়ান্টরা।

৭৫০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লসে এখনও রিয়ালের সঙ্গে দুই বছরের চুক্তি আছে মদরিচের। ইন্টারও সেই বিশাল অঙ্কের অর্থ খরচ করে তাকে নিতে আগ্রহী। মদরিচকে নিতে তাদের এই তৎপরতার নিরুপায় হয়ে রিয়াল ফিফার কাছে অভিযোগ করে, অবৈধ পন্থায় ক্রোয়েট মিডফিল্ডারকে নেওয়ার প্রস্তাব দিয়েছে ইতালিয়ান ক্লাব।

এই বিতর্কের মাঝেই তেবাস এবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, মদরিচকে কেনার মতো অর্থ না থাকলেও ইন্টার বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল। এই মন্তব্য বেশ চটিয়েছে ইতালির সাবেক চ্যাম্পিয়নদের। তারা নিশ্চিত করেছে, লা লিগা প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে তারা।

ইন্টার তাদের বিবৃতিতে জানায়, ‘ইন্টার ঘোষণা দিচ্ছে সংবাদমাধ্যমের কাছে দেওয়া বিবৃতির কারণে তারা হাভিয়ের তেবাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।’

এবিসিকে দেওয়া তেবাসের মন্তব্যে তারা বিস্মিত ও হতাশ বলে জানিয়েছে ইন্টার। কোনও কিছু না জেনে লা লিগা প্রেসিডেন্ট মন্তব্য করেছে দাবি তাদের। তারা জানায়, এমন বক্তব্য তাদের ক্লাবের সুনামহানি করেছে। গোল ডটকম