রোনালদোর অভিষেকে জুভেন্টাসের নাটকীয় জয়

শেষ মুহূর্তে জয়ের উৎসবে মাতলো জুভেন্টাসজুভেন্টাসের সিরি এ মিশনের প্রথম ম্যাচে শিয়েভোর বিপক্ষে অভিষেক হলো ক্রিস্তিয়ানো রোনালদোর। গোল করে অবদান রাখতে না পারলেও তার নতুন অধ্যায় শুরু হলো নাটকীয় জয়ে। ইনজুরি সময়ের লক্ষ্যভেদে ৩-২ গোলে জিতল ইতালির চ্যাম্পিয়নরা।

রোনালদোর অভিষেকের দিন নায়ক বদলি উইঙ্গার ফেদেরিকো বার্নারদেসচি। ৫৬ মিনিটে হুয়ান কুয়াদরাদোর বদলি নেমে ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোল করেন তিনি।

তার আগে মাত্র ৩ মিনিটে সামি খেদিরার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। প্রথমার্ধে তাদের একটি গোল শোধ দেয় শিয়েভো। দারুণ হেডে স্বাগতিকদের সমতায় ফেরান মারিউস স্টেফিনস্কি।

বিরতির পর এমানুয়েল জিয়াচেরিনির পেনাল্টিতে লিড নেয় শিয়েভো। ম্যাচে উত্তেজনা ফেরে ১৫ মিনিট বাকি থাকতে জুভেন্টাস সমতা ফেরালে। মাত্তিয়া বানির আত্মঘাতী গোলে স্কোর ২-২ হয়। ৮৬তম মিনিটে জয়ের উৎসবে মেতেছিল জুভেন্টাস, মারিও মানজুকিচের হেড জড়ায় শিয়েভোর জালে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটি বাতিল করে দেয়। ক্রোয়েট তারকা লক্ষ্যভেদ করার আগে প্রতিপক্ষের গোলরক্ষক সরেন্তিনোর সঙ্গে ধাক্কা লাগে রোনালদোর।

সরেন্তিনোর বদলি হয়ে গোলপোস্টের নিচে দাঁড়ান আন্দ্রে স্কুলিন। গোল বাতিল হওয়ার হতাশা ইনজুরি সময়ে কাটায় জুভেন্টাস। অ্যালেক্স সান্দ্রোর নিচু ক্রস থেকে সরাসরি শটে শিয়েভোর বদলি গোলরক্ষককে পরাস্ত করেন বার্নারদেসচি।

জুভেন্টাসের জার্সিতে অভিষেকে কয়েকবার সুযোগ নষ্ট করেছেন রোনালদো। গোলে তিনি প্রথম শট নেন ১৮ মিনিটে। ১৬ গজ দূর থেকে নেওয়া তার শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। ৬৬তম মিনিটে স্বাগতিকদের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শট নেন দূরের পোস্টে। সরেন্তিনোর সেভে আবারও লক্ষ্যভ্রষ্ট হয় তার প্রচেষ্টা। পর্তুগিজ ফরোয়ার্ডের ফ্রি কিক ঠেকিয়ে আরও একবার হতাশ করেন শিয়েভো গোলরক্ষক। স্বাগতিক ডিফেন্ডার ক্যাসিওতোর ব্লকে শেষবার ব্যর্থ হন রোনালদো।

তিন গোলে কোনও অবদান রাখতে না পারলেও নতুন ক্লাবে জয় দিয়ে শুরু করতে পেরে নিশ্চয় খুশি রোনালদো! গোল ডটকম, ইএসপিএনএফসি