নেইমার আমার চেয়ে বড় সুপারস্টার: এমবাপে

নেইমারপ্যারিস সেন্ত জার্মেইয়ের জয়ে শিরোনামে কাইলিয়ান এমবাপে। তার জোড়া লক্ষ্যভেদেই পিছিয়ে পড়ার পরও জয় নিয়ে মাঠ ছেড়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। যদিও সেরা মানছেন তিনি নেইমারকে। বিশ্বকাপ জয়ী এই তরুণ বলছেন, ‘নেইমার আমারও চেয়ে অনেক বড় সুপারস্টার’।

গেঁগাঁর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পিএসজি। যদিও পিছিয়ে পড়ে প্রথমার্ধ শেষ করতে হয় তাদের। অবশ্য দ্বিতীয়ার্ধে ফরাসি চ্যাম্পিয়নরা সমতায় ফেরে নেইমারের লক্ষ্যভেদে। এরপর ৮২ ও ৯০ মিনিটে এমবাপের জোড়া গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে থোমাস টুখেলের দল।

দুই গোল করা এমবাপে আবারও আলোচনায় ফরাসি মিডিয়ায়। পা মাটিতেই রাখা এই ফরোয়ার্ড ২২২ মিলিয়ন ইউরোতে পার্ক দে প্রিন্সেসে যোগ দেওয়া নেইমারকে সেরা মানছেন। গেঁগাঁর বিপক্ষে জেতার পথে ব্রাজিলিয়ান তারকা নিজে এক গোল করার পাশাপাশি এমবাপেকে দিয়েছে করিয়েছেন আরেকটি।

তাই সতীর্থ নেইমারের প্রশংসা ঝরেছে রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো এমবাপের কণ্ঠে। এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার চেয়ে বড় সুপারস্টার নেইমার। এই জায়গায় পৌঁছাতে বার্সেলোনায় অনেক পরিশ্রম করেছে সে। এক গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট, মোটেও খারাপ নয়।’

বিশ্বকাপের উদীয়মান খেলোয়াড় হয়েছেন এমবাপে। ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জেতার পথে তার অবদান অনেক। তবে রাশিয়ার প্রতিযোগিতা এক পাশে ঠেলে নতুন মৌসুমে চোখ রাখছেন ২০ বছর বয়সী তারকা, ‘আমরা (বিশ্বকাপ) জিতেছি এবং উদযাপনও করেছি, তবে ফুটবল চলতেই থাকবে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে মাত্র, প্যারিস ও ফ্রান্স জাতীয় দল নিয়ে আমার অনেক বড় লক্ষ্য। আমাদের বসে থাকার সময় নেই।’ ইএসপিএনএফসি