‘বেলের কিছুই প্রমাণ করার নেই’

বেল ও নাচোক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছেন জুভেন্টাসে। তার ছায়ায় থাকা গ্যারেথ বেলের সামনে এবার সব আলো কাড়ার সুযোগ। কিন্তু ক্লাব সতীর্থ নাচো মনে করেন, ওয়েলস ফরোয়ার্ডের কিছুই প্রমাণ করার নেই।

লা লিগায় রিয়ালের প্রথম ম্যাচেই বেল নজর কেড়েছেন একটি গোল করে। দলের দ্বিতীয় গোল করার আগে গোলপোস্টে লেগে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। তার নৈপুণ্যে গেতাফের বিপক্ষে জয় দিয়ে লিগ শুরু করেছে মাদ্রিদের ক্লাব।

কারও মতে, রোনালদোর অভাব এবার পূরণ করার দায়িত্ব বেলের কাঁধে। নাচো মনে করেন, তেমনটা ভেবে চাপ নেওয়ার কিছু নেই বিশ্ব রেকর্ড দামে রিয়ালে আসা এই ফরোয়ার্ডের।

ক্লাবের ওয়েবসাইটে এই স্প্যানিশ ডিফেন্ডার বলেছেন, ‘বেলের কথা বলছি, রোনালদোর পথ তাকে অনুসরণ করার প্রয়োজন নেই। (রোনালদো) এখানে একটা সময় দাগ কেটেছে। বেল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এখানে অনেক কিছু জিতেছে। কারও কাছে কোনও কিছু প্রমাণ করার নেই তারর।’

বেলের ওপর সমর্থকদের আস্থা এখনও আছে মনে করেন নাচো, ‘সবার আস্থা তার ওপর আছে। নিশ্চয় সে খুব ভালো করবে। দর্শকরা বেলের সঙ্গে আছে এবং রিয়াল মাদ্রিদে সে খুব সুখী।’ গোল ডটকম