স্পেনের জয়ে সবই ভালো লেগেছে এনরিকের

লুই এনরিকেবিশ্বকাপের ফাইনালিস্ট তারা। চমৎকার পারফরম্যান্সে ফুটবল বিশ্বের মনও জয় করে নিয়েছিল ক্রোয়েশিয়া। অথচ সেই দলটিই স্পেনের সামনে উড়ে গেল খড়কুটোর মতো। ৬-০ গোলের বিশাল জয়ের পর স্বভাবতই খুশি কোচ লুই এনরিকে।

রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক সময় কেটেছে স্পেনের। বিপরীতে সাফল্যের ভেলায় ভেসেছে ক্রোয়েশিয়া। যদিও উয়েফা নেশনস লিগের ম্যাচে দেখা গেল উল্টো দৃশ্য। ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপকে দাঁড়াতেই দেয়নি স্পেনকে। গোলের মালা পরিয়ে মাঠ ছেড়েছে ‘লা রোহা’। যাতে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল স্পেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় গ্রুপসেরা হতে মাত্র ২ পয়েন্ট দরকার তাদের।

ঘরের মাঠে দলের পারফরম্যান্সে ভীষণ খুশি এনরিকে। সংবাদ সম্মেলনে সাবেক বার্সেলোনা কোচ বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের মনোভাব খুব ভালো ছিল। এমন উঁচু পর্যায়ের পারফরম্যান্সের পর আসলে কোনও কিছুর সমালোচনা করাটা কঠিন। আমার চোখে খারাপ কোনও কিছুই ধরা পড়েনি, যতটুকু দেখেছি সবটাই পছন্দ হয়েছে।’

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছে ক্রোয়েশিয়া। স্পেন বড় ব্যবধানে জয় পেলেও তাদের পারফরম্যান্সকে খাটো করার সুযোগ নেই। এনরিকের মুখেও প্রশংসায় ঝরল ক্রোয়েশিয়ার জন্য, ‘ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোটা কঠিন ব্যাপার, যারা সবসময় চাপ তৈরি করে। ওরা গোল করার সুযোগ তৈরি করেছিল, তবে আমরা সেটা দারুণভাবে প্রতিহত করেছি।’ মার্কা