সমালোচনা নেইমারকে পরিণত করবে: আলভেস

6099d-1536886202-800বিশ্বকাপে ফাউলের ‘নাটক’ করায় তীব্র সমালোচনার শিকার হন নেইমার। এতে ব্রাজিল অধিনায়কের ভেঙে পড়ার কোনও কারণ দেখছেন না স্বদেশী ডিফেন্ডার দানি আলভেস। বরং এসব নেতিবাচক কথাবার্তা নেইমারকে আরও পরিণত করবে বিশ্বাস তার।

রাশিয়া বিশ্বকাপে ফাউলের অভিনয় করার জন্য বারবার সমালোচিত হয়েছেন নেইমার। অল্প ছোঁয়াতেই মাঠে তার পড়ে যাওয়া নিয়ে হাসাহাসি কম হয়নি। প্রতিপক্ষ কোচরা কটাক্ষ করে কথা তো বলেছেনই, ব্যঙ্গ করেছেন ফুটবল ভক্তরাও।

এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ম্যাচেও তার ডাইভিং হয়েছে সমালোচিত। এল সালভাদরের বিপক্ষে ডাইভ দেওয়ায় হলুদ কার্ডও দেখেছেন নেইমার। যদিও ম্যাচ শেষে রেফারিকে একহাত নেন তিনি।

এসব অভিজ্ঞতা নেইমারকে একজন পরিণত মানুষ বানাবে মনে করেন আলভেস। ব্রাজিলের এই ডিফেন্ডার বলেছেন, ‘জীবনে মাঝেমধ্যে এমন কিছু ঘটে যেটা আপনাকে পরিণত করে এবং আপনার মনে উপলব্ধি আনে যে পেশাদার হিসেবে উন্নতি করতে হবে। আমি নেইমারের সঙ্গে অনেক কথা বলেছি। আমি মনে করি সে অভিজ্ঞতা অর্জন করেছে।’

ইতিবাচক আলভেস বলেছেন, ‘বিশ্বকাপে যে সমালোচনা হয়েছে সেটা তাকে আরও পরিণত করতে সহায়তা করবে, তার আচরণ বদলে যাবে।’ তিনি আরও যোগ করেন, ‘যখন আপনি পরিণত হবেন, তখন আপনার সিদ্ধান্ত ও মনোভাব হবে আরও বেশি সুদূরপ্রসারী। আমি সবসময় বলি, যদি একজন-দুজন আপনাকে নিয়ে কথা বলে সেটা হচ্ছে হেনস্তা করা। কিন্তু যখন অনেক বেশি লোক একই কথা বলে আপনার সম্পর্কে, তাহলে বুঝতে হবে আপনি সঠিক কাজ করছেন না। তেমনটা হলে নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে।’ গোল ডটকম, ইএসপিএনএফসি