আন্তর্জাতিক কোচ হতে চান গার্দিওলা

পেপ গার্দিওলাপ্রায় এক যুগ ধরে কোচিং করাচ্ছেন পেপ গার্দিওলা। সাফল্যও কম নয়। ক্লাব কোচিংয়ের বৃত্ত থেকে বেরিয়ে এবার আরও বড় কিছুর স্বাদ নিলে মন্দ হয় না! এমনটাই মনে করছেন ম্যানচেস্টার সিটির লিগ শিরোপা জয়ী কোচ।

কোনও জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার আগ্রহ সবসময় ছিল জানালেন সাবেক বার্সা ও বায়ার্ন মিউনিখ কোচ।

২০০৭ সালে বার্সা বি দলের হয়ে প্রথমবার কোচিংয়ে নাম লিখানো গার্দিওলা বলেছেন, ‘যদি সুযোগ আসে তাহলে জাতীয় দলের কোচ হতে পারলে ভালোই হতো। আমি খুশি মনে সেটা করতাম।’

কোন দেশ থেকে প্রস্তাব এলে লুফে নেবেন এমন কিছু বললেন না স্প্যানিশ কোচ। বিদেশে থাকা পছন্দ করেন তিনি, ‘নতুন ভাষা, সংস্কৃতি শিখছেন এবং অন্য জায়গা দেখছেন; এটা তো দারুণ, আমার পরিবারের জন্যও।’

হোর্হে সাম্পাওলির পদত্যাগের পর আর্জেন্টিনার কোচের দৌড়ে গার্দিওলার নাম শোনা গিয়েছিল। এটা মনে করিয়ে দিতেই ম্যানসিটি কোচের জবাব, ‘না, নিশ্চয় ওখানে নয়।’ গোল ডটকম