তিনটি ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ডকাপের লড়াই

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরআগামী ১ অক্টোবর শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের পঞ্চম আসর। প্রতিযোগিতার গ্রুপ পর্ব সিলেটে, কক্সবাজারে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল হবে ঢাকায়।

৬ দলের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল ফিলিপাইন ও লাওস। ‘এ’ গ্রুপে খেলবে ফিলিস্তিন, তাজিকিস্তান ও গতবারের চ্যাম্পিয়ন নেপাল।

রবিবার বাফুফে ভবনে বঙ্গবন্ধু গোল্ডকাপের থিম সং উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় তিনি বলেছেন, “খেলাধুলার সঙ্গে সঙ্গীতের নিবিড় সম্পর্ক রয়েছে। কণ্ঠশিল্পী শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি শুনলেই মনে পড়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কথা। তাই বঙ্গবন্ধু গোল্ডকাপেও থিম সং বানানো হয়েছে, যাতে গানটি শুনলে এই টুর্নামেন্টের কথা মনে পড়ে।’

রাকিব হাসান রাহুলের কথা ও অদিতের সুরে থিম সংটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ।