চাঁদপুরে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ

চাঁদপুরে গোল্ডকাপের উদ্বোধনচাঁদপুরে শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭)। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছেন চাঁদপুর পৌরসভা।

এই টুর্নামেন্ট থেকেই বাছাই করা হবে জেলা দল। ভালো খেলা ১৮ জনকে নিয়ে গড়া হবে এই দলটি।

রবিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর হবে ফাইনাল খেলা।

প্রথম দিনের ম্যাচে চাঁদপুর জেলাকে ৩-১ গোলে হারায় পৌরসভা দল।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডাঃ দীপু মনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল, টুর্নামেন্ট আয়োজনের উপ-কমিটির সম্পাদক সাহির হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, ফরিদা ইলিয়াছসহ আরও অনেকে।