হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত আনুচিং

সংবাদ সম্মেলনে কথা বলছেন আনুচিং মোগিনী

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে আনুচিং মোগিনীর ৪ গোলে বাংলাদেশ ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। কোনও আন্তর্জাতিক ম্যাচে প্রথম হ্যাটট্রিক করে আনুচিং দারুণ খুশি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ফরোয়ার্ড বলেছেন, ‘আজ হ্যাটট্রিক করে আমি খুবই খুশি। অনেক ম্যাচেই দুই গোল করেছি, কিন্তু হ্যাটট্রিক পাচ্ছিলাম না। এবার পেয়েছি। পরের ম্যাচেও হ্যাটট্রিক করার চেষ্টা করবো।’

টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়ে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন সন্তুষ্ট। তিনি বলেছেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম। মেয়েরা ন্যাচারাল ফুটবল খেলে জিতেছে।’

প্রথমার্ধে ৫ গোল দিলেও বিরতির পর মাত্র দুটি গোল পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কম গোল নিয়ে কোচ কিছুটা চিন্তিত, ‘আমাদের এই জায়গায় আরও কাজ করতে হবে। প্রতিটি ম্যাচের পর আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি। অবশ্য দ্বিতীয়ার্ধে বেশি গোল না হওয়ার অন্যতম কারণ আমিরাতের গোলকিপার। সে দারুণ কয়েকটা সেভ করেছে।’

কোচের কণ্ঠে আক্ষেপ থাকলেও মনিকা চাকমা উচ্ছ্বসিত। এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা ভালো খেলেছি। নিজেদের মধ্যে পাস খেলে গোল পেয়েছি। সেজন্য আমি খুব খুশি।’