ওয়েলসকে উড়িয়ে দিলো স্পেন

আলকাসেরকে ঘিরে স্পেনের খেলোয়াড়দের উল্লাসলুই এনরিকের স্পেন জিতেই চলেছে। বার্সেলোনার সাবেক কোচের অধীনে টানা তৃতীয়বার জয় উৎসব করল তারা কার্ডিফে। পাকো আলকাসেরের জোড়া গোলে বৃহস্পতিবার এক প্রীতি ম্যাচে ওয়েলসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

দুর্দান্ত ফর্ম ধরে রেখে স্পেনকে জেতালেন আলকাসের। প্রিন্সিপালিটি স্টেডিয়ামে মাত্র ৮ মিনিটে স্পেনকে এগিয়ে দেন তিনি। টানা পঞ্চম ম্যাচে গোল উদযাপন করলেন। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে শেষ চার ম্যাচে ৭ গোল করেন বার্সেলোনার সাবেক স্ট্রাইকার।

স্পেন অধিনায়ক সের্হিয়ো রামোস ১৯ মিনিটে সুসোর ফ্রি কিক থেকে লক্ষ্যভেদী হেড করেন। অগোছালো রক্ষণভাগের সুযোগ নিয়ে চমৎকার ভলিতে ৩-০ করেন আলকাসের ২৯ মিনিটে।

এনরিকের সাবেক বার্সা শিষ্য মার্ক বার্ত্রা কর্নার থেকে হেড করে ৭৪তম মিনিটে প্রথম আন্তর্জাতিক গোল করেন।

এনিয়ে তিন ম্যাচে ১২ গোল করল এনরিকের স্পেন। নেশন্স লিগে আগের দুই ম্যাচে ক্রোয়েশিয়াকে ৬-০ ও ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় তারা।

খেলা শেষ হওয়ার এক মিনিট আগে রায়ান গিগসের ওয়েলস স্ট্রাইকার স্যাম ভোকস সান্ত্বনাসূচক গোল করেন। এই ম্যাচে ইনজুরির কারণে খেলেননি ওয়েলসের তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল।

আগামী সপ্তাহে দুই দল নেশন্স লিগে খেলতে নামবে। সোমবার স্পেন স্বাগত জানাবে ইংল্যান্ডকে, পরদিন ওয়েলস খেলবে আয়ারল্যান্ডের মাঠে। ইএসপিএনএফসি