৭ গোলের রোমাঞ্চে জাপানের কাছে উরুগুয়ের হার

মিনামিনোর জোড়া গোলে জাপান হারায় উরুগুয়েকেহতাশা নিয়ে পূর্ব এশিয়া সফর শেষ করল উরুগুয়ে। পাঁচ দিনের ব্যবধানে তাদের দ্বিতীয় হারের তেতো স্বাদ দিয়েছে জাপান। মঙ্গলবার দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তারা জিতেছে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে।

কোস্টারিকা ও পানামাকে হারানো জাপান নতুন কোচ হাজিমে মরিয়াসুর অধীনে টানা তৃতীয় জয় পেয়েছে ৪-৩ গোলে। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল উরুগুয়ে।

ঘরের মাঠ সাইতামায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টদের বিপক্ষে জোড়া গোল করেছেন তাকুমি মিনামিনো। নিখুঁত ফিনিশিংয়ে ১০ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। গ্যাটসন পেরেইরো প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সমতা ফেরান। ২৮ মিনিটে ১-১ করেন তিনি।

জাপানের কাছে হারল উরুগুয়েকিন্তু ৩৬ মিনিটে আবার এগিয়ে যায় জাপান। শোয়া নাকাজিমার শট উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা ফিরিয়ে দিলেও ইউয়া ওসাকো লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে এদিনসন কাভানি উরুগুয়েকে সমতায় ফেরান। জেন্তা মিউরার হাস্যকর ভুলে প্রায় ৬০ হাজার দর্শককে নিস্তব্ধ করে দেন পিএসজি স্ট্রাইকার।

যদিও দুই মিনিট পর আবারও নিচু শটে স্বাগতিকদের এগিয়ে দেন রিতসু দোন। ব্যবধান ৪-২ করেন মিনামিনো। দোনের রকেট গতির শট মুসলেরা ঠেকালেও নিজের দ্বিতীয় গোল করেন জাপানি মিডফিল্ডার।

বদলি নেমে ৭৫ মিনিটে জোনাথন রদ্রিগেজ একটি গোল শোধ দিলেও জাপান তাদের রক্ষণ শক্ত রেখে টানা তৃতীয় জয় আদায় করে নেয়। ইএসপিএনএফসি