অলিম্পিক জিততে চান এমবাপে

নিজ শহরে ভক্তদের উষ্ণ সংবর্ধনা পেলেন এমবাপেবিশ্বকাপে রাজকীয় অভিষেক হয়েছে কাইলিয়ান এমবাপের। ফাইনালে গোল করে বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিয়েছেন তিনি। কিন্তু এখানেই থামতে চান না রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়। স্বাদ নিতে চান অলিম্পিক স্বর্ণের।

১৯ বছর বয়সী এই স্ট্রাইকার নিজের শহর বোন্দিতে গিয়েছিলেন। আনন্দঘন এক মুহূর্তে তিনি তার অপূরণীয় আকাঙ্ক্ষার কথা জানান।

ব্রাজিলের হয়ে গত অলিম্পিকে স্বর্ণজয়ী পিএসজি সতীর্থ নেইমার ও মারকুইনহোসের কাতারে যেতে চান এমবাপে। তিনি বলেছেন, ‘আমার এখনও অনেক কিছু করার বাকি আছে। আমি সবকিছু অর্জন করতে চাই।’

ফ্রান্স ও পিএসজির জার্সিতে নিজের চাহিদার কথা জানালেন অকপটে, ‘ফ্রান্সের সঙ্গে আমার এখনও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার আছে। অলিম্পিকেও প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কেন নয়। তারপর পিএসজির অপ্রাপ্তির খাতায় এখনও আছে যেটা (চ্যাম্পিয়ন্স লিগ)।’

এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ৩০ জনের মধ্যে আছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। তার পিএসজি সতীর্থ জিয়ানলুইজি বুফনের মতে বেশ এগিয়ে তিনি। কিন্তু এমবাপে ওসব নিয়ে ভাবছেন না, ‘ব্যালন ডি’অর নিয়ে এখানে কথা বলা সমীচীন হবে না। এনিয়ে পরে কথা বলতে পারি আমরা।’ গোল ডটকম