রোনালদোর কারণে জুভেন্টাস ছাড়তে হয়েছে হিগুয়েইনকে

হিগুয়েইনক্রিস্তিয়ানো রোনালদো চলে এলেন জুভেন্টাসে। তাতে গনসালো হিগুয়েইনের জায়গা হয়ে গেল নড়বড়ে। ইতালিয়ান মিডিয়ায় ওঠা গুঞ্জনটাও গেল মিলে। জুভন্টাস আর্জেন্টাইন স্ট্রাইকাকে পাঠিয়ে দিল এসি মিলানে। দলবদলের অনেক দিন পেরিয়ে যাওয়ার পর এই হিগুয়েইনের দাবি, রোনালদোর কারণেই তাকে ছাড়তে হয়েছে জুভেন্টাস।

রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে নিয়ে আসার সময়ই স্পষ্ট বোঝা গিয়েছিল জুভদের আক্রমণভাগের কেন্দ্রে থাকছেন তিনি। প্রশ্ন ছিল হিগুয়েইনের জায়গা হবে কোথায়? ইতালিয়ান সংবাদমাধ্যমের গুঞ্জন ছিল, রোনালদো চলে আসায় দল ছাড়তে হচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকারকে। শেষ পর্যন্ত তাকে এসি মিলানে পাঠিয়ে দেয় তুরিনের বুড়িরা।

একসময় রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা রোনালদো-হিগুয়েইন জুটি আরেকবার দেখার প্রত্যাশাও ছিল অনেকের, যদিও হয়নি তা। গত আগস্টে মিলানে পাড়ি দেওয়ার কারণ ব্যাখ্যায় হিগুয়েইন বলেছেন, ‘চলে যাওয়ার সিদ্ধান্তটা আমার নয়। জুভেন্টাসকে আমার সবকিছু দিয়েছি, ওখানে আমি অনেক শিরোপা জিতেছি। এরপরই চলে এলো ক্রিস্তিয়ানো।’

পরের ঘটনা ইতালিয়ান ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’কে বলেছেন তিনি এভাবে, ‘ক্লাব আরও ভালো মানের কিছু চাইছিল। তারা আমাকে বলেছিল, আমি থাকতে পারব না (জুভেন্টাসে)। এজন্য তারা একটা সমাধান খুঁজতে থাকে, শেষ পর্যন্ত সবচেয়ে ভালো সমাধান পায় মিলানে।’

গত মৌসুমের শেষ থেকেই জুভেন্টাসে অস্বস্তিতে ছিল হিগুয়েইন। গত মে মাসে এসি মিলানের বিপক্ষে কোপা ইতালিয়ার ফাইনালে খেলা হয়নি তার। ওই সময়কার ঘটনা টেনে বললেন, ‘মনের ওপর একটু প্রভাব তো পড়েছিলই, কারণ তারা আমাকে খুব ভালোভাবে যত্ন নিয়েছে। সমর্থকরাও ভীষণ সমর্থন দিয়েছে আমাকে। যদিও আমি জুভেন্টাস ছাড়তে চাইনি।’