জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু

বরিশালকে হারিয়ে ঢাকার উল্লাসগত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বয়সভিত্তিক আসর। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে মঙ্গলবার শুরু হলো অনূর্ধ্ব-১৭ দলের এই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা। 







মঙ্গলবার থেকে শুরু হয়েছে আন্তঃবিভাগের খেলা। এতে অংশ নেয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ। 
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বরিশাল ও ঢাকা। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। টাইব্রেকারে বরিশালকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ঢাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরেন শিকদারকমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে এদিন টুর্নামেন্টের উদ্বোধনী করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। 
এছাড়া বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, আর স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডা. মো: আমিনুল ইসলাম।

বীরেন শিকদার জানান, টুর্নামেন্ট থেকে বাছাই করা ৪০ জন সেরা ফুটবলারকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া সেরা দুইজনকে উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।