রোনালদো গোল পাবেন বিশ্বাস জুভেন্টাস কোচের

2018-11-06T155707Z_2036153037_RC178D552C60_RTRMADP_3_SOCCER-CHAMPIONS-JUV-MUN-PREVIEWসিরি এ’তে ৭ গোল করলেও জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে একটি গোলও পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির বিশ্বাস, ম্যানইউর বিপক্ষে বুধবার রাতে এই গোলখরা কাটাবেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা। দিবাগত রাত ২টায় ম্যানইউকে স্বাগত জানাবে জুভেন্টাস।

জুভেন্টাসে চুক্তি করার পর চ্যাম্পিয়নস লিগে বেশি খেলতে পারেননি রোনালদো। ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দেখেন লাল কার্ড। ইয়ং বয়েজের বিপক্ষে ছিলেন নিষিদ্ধ। সবশেষ ওল্ড ট্র্যাফোর্ডে সাবেক ক্লাব ম্যানইউর বিপক্ষে নেমেছিলেন। ১-০ ব্যবধানের ওই জয়ে পাউলো দিবালাকে দিয়ে গোল করান পর্তুগিজ উইঙ্গার।

কিন্তু এনিয়ে চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচ গোলখরায় ভুগছেন রোনালদো। সবশেষ গোলটি করেন গত এপ্রিলে, রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্টাসের বিপক্ষে। অ্যালেগ্রির বিশ্বাস, ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের অপেক্ষা ফুরাবে বুধবার। জুভেন্টাস কোচ বলেছেন, ‘সে গোল করবে (বুধবার)। প্রথম ম্যাচে বেশিক্ষণ খেলতে পারেনি সে। দ্বিতীয় ম্যাচে তো খেলেইনি। পরের ম্যাচে খেলে গোল করাল সে। আমি বোঝাতে চাচ্ছি সে চ্যাম্পিয়নস লিগে বেশি এখন পর্যন্ত বেশি ম্যাচ খেলেনি।’

তুরিন সফরে ইতিহাস ম্যানইউর পক্ষে। চ্যাম্পিয়নস লিগে ১৯৯৯ ও ২০০৩ সালে সবশেষ দুইবার জুভেন্টাসের মাঠে জিতেছে তারা। কিন্তু তারপর থেকে টুর্নামেন্টে ৩৫টি হোম ম্যাচ খেলে একটিও হারেনি ইতালিয়ান জায়ান্টরা। আজও সেই ধারাবাহিকতা ধরে রাখলেই দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে উঠবে জুভেন্টাস। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে তারা। গোল ডটকম