ব্যালন ডি’অর জিততে আশাবাদী এমবাপে

কাইলিয়ান এমবাপেফ্রান্সের ঘরোয়া ফুটবলের ত্রিমুকুট জিতেছেন কাইলিয়ান এমবাপে। তার চেয়েও বড় অর্জন ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো। প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকার মনে করেন, ব্যালন ডি’অর হাতে নেওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু করার নেই। ৩ ডিসেম্বর তার হাতেই উঠবে ফুটবলের অন্যতম সেরা ব্যক্তিগত পুরস্কার।

২০১৮ সাল দারুণ কেটেছে ১৯ বছর বয়সী স্ট্রাইকারের। গত মৌসুমে ফ্রান্সকে তিনটি ঘরোয়া শিরোপা জেতাতে করেছেন ২১ গোল। জ্বলন্ত পারফরম্যান্স করেছেন রাশিয়া বিশ্বকাপেও। ফাইনালসহ পুরো টুর্নামেন্টে ৪ গোল ছিল তার। পেয়েছেন বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি। টানা দ্বিতীয় বছর গোল্ডেন বয় হওয়ার দৌড়েও এগিয়ে।

আর এসবই ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির রাজত্ব ভেঙে ব্যালন ডি’অর জয়ে আশাবাদী করে তুলছে এমবাপেকে। তিনি বলেছেন, ‘আমি কি এটা জিতব, জানি না। কিন্তু জেতার জন্য সব কিছু আমি করে রেখেছি মনে হয়। শেষ দিন পর্যন্ত ভোট পাওয়ার জন্য আমার যা করার করেছি।’

তিনি যোগ করেছেন, ‘আমার কোনও অনুশোচনা নেই। যা ঘটবে সেটা বাড়তি পাওয়া। আর আমি তো অন্যদের বদলে ভোট দিতে পারি না।’ গোল ডটকম