প্রতিপক্ষ না পেয়ে ক্যাম্প!

অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল (ফাইল ছবি)আগামী ১২ থেকে ২০ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল বিরতি। কিন্তু বাফুফে চেষ্টা করেও ভুটান কিংবা শ্রীলঙ্কাকে ম্যাচ খেলানোর জন্য রাজি করতে পারেনি। তবে মাঠে নামতে না পারলেও বাফুফে সংক্ষিপ্ত সময়ের জন্য জাতীয় দলের ক্যাম্প করতে যাচ্ছে।

আগামী ১২ থেকে ১৫ নভেম্বর জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প হবে। এই সময়ে ইংলিশ কোচ জেমি ডে খেলোয়াড়দের পরখ করবেন। কার কী অবস্থান, সেটা তিনি দেখবেন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। শুক্রবার বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘চার দিনের জাতীয় দলের ক্যাম্প করতে যাচ্ছি আমরা। এই সময়ে কোচ খেলোয়াড়দের দেখবেন। নানান দিক-নির্দেশনা দিবেন।’

ক্যাম্প করা প্রসঙ্গে জেমি ডে বলেছেন, ‘আমার ইচ্ছা আছে ২৪ জনকে নিয়ে ক্যাম্প করার। এই সময়ে আসলে আমি খেলোয়াড়দের অবস্থান দেখব। যদিও এখন ঘরোয়া ফুটবল চলছে। এই ক্যাম্পে একাধিক নতুন মুখও থাকতে পারে। সবার সংস্পর্শে থাকার জন্যই হবে এই ক্যাম্প।’