চট্টগ্রামে ‘ইয়েস কার্ড’ পেলেন ৩০ ফুটবলার

ইয়েস কার্ডপ্রস্তাবিত শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবলের জন্য চট্টগ্রাম বিভাগের আবাসিক ক্যাম্পের ৩০ খেলোয়াড়ের হাতে আজ (সোমবার) ‘ইয়েস কার্ড’ তুলে দেওয়া হয়েছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে ‘ইয়েস কার্ড’ তুলে দিয়েছেন চট্টগ্রাম সিটির মেয়র আ জ ম নাছিরউদ্দীন।

চট্টগ্রামের ১১টি জেলা থেকে প্রায় ১০০ খেলোয়াড়ের মাঝ থেকে ১১ সদস্যের একটি নির্বাচক প্যানেল এই ৩০ খেলোয়াড়কে বাছাই করেছে। 

সাইফ পাওয়ার ব্যাটারির পৃষ্ঠপোষকতায় চলমান ৪৫ দিনের আবাসিক ক্যাম্পে এসব প্রতিভাবান খেলোয়াড়রা প্রশিক্ষণ নেবেন।

বাছাই হওয়া খেলোয়াড়দের কঠোর অনুশীলনের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটির মেয়র।