এখনও স্পেনের সুযোগ দেখছেন এনরিকে

লুই এনরিকেউয়েফা নেশনস লিগে গ্রুপের সব ম্যাচ খেলেছে স্পেন। শীর্ষে তারাই। কিন্তু ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের ম্যাচ যদি ড্র না হয়, তবে ছিটকে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন আশঙ্কাজনক সমীকরণেও আশা হারাচ্ছেন না স্পেন কোচ লুই এনরিকে।

রবিবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের মাঠে নামবে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের ফাইনালিস্টরা স্পেনকে ৩-২ গোলে হারিয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। গ্রুপের শেষ ম্যাচে জয়ী দল শীর্ষে থেকে নিশ্চিত করবে সেমিফাইনাল। আর ড্র হলে ভাগ্য খুলবে স্পেনের।

এমন কঠিন অবস্থায় পড়তে হতে পারে এনরিকে আশঙ্কা করেছিলেন আগেই, ‘এটা ছিল খুব কঠিন গ্রুপ। শেষ পর্যন্ত সুযোগ আছে আমাদের।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে স্পেন পারফরম্যান্সে এগিয়ে ছিল মনে করেন কোচ। তবে ক্রোয়েটদের কাউন্টার অ্যাটাকে পিছিয়ে পড়েছে তারা। এনরিকে বলেন, ‘দুই দলের জন্য দারুণ ছিল দ্বিতীয়ার্ধটা। আমরা ভালো কিছুর দাবিদার ছিলাম। অন্তত কোনও অবস্থাতেই হারার কথা ছিল না আমাদের।’

দলের পারফরম্যান্সে খুশি এনরিকে, ‘দ্বিতীয়ার্ধে আমরা দুইবার ম্যাচ ঘুরিয়ে দিলাম। শেষ মিনিটে তাদের ভাগ্য সহায় হয়েছে, তারা মরিয়া ছিল গোলের জন্য।’ গোল ডটকম