ইউরো বাছাইয়ের গ্রুপ চূড়ান্ত

ডাবলিনে অনুষ্ঠিত হলো বাছাইয়ের ড্র২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে লড়বে কোন ২৪টি দল, সেটা নির্ধারণের লড়াইয়ে অংশ নিচ্ছে ৫৫ দল। বাছাই পর্বে ১০ গ্রুপে ভাগ হয়ে লড়বে তারা। এর জন্য গ্রুপের ড্র ডাবলিনে অনুষ্ঠিত হলো রবিবার।

এই বছর দারুণ সাফল্য পাওয়া ইংল্যান্ড আত্মবিশ্বাসে এগিয়ে থেকে বাছাইয়ে নামবে। ‘এ’ গ্রুপে বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, মন্টেনিগ্রো ও কসোভোর সঙ্গে পড়েছে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। কসোভোর সঙ্গে এই প্রথম মুখোমুখি হবে তারা। অন্য প্রতিপক্ষের সঙ্গে এখন পর্যন্ত অজেয় থ্রি লায়নরা।

গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল আছে ‘বি’ গ্রুপে। ইউক্রেন, সার্বিয়া, লুক্সেমবার্গ ও লিথুয়ানিয়ার সঙ্গে পরীক্ষা দেবে তারা।

কঠিন লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ‘সি’ গ্রুপে। নেদারল্যান্ডসের সঙ্গে লড়াই করতে হবে জার্মানিকে। নেশনস লিগে হারের শোধ নেওয়ার হাতছানি তাদের সামনে। এছাড়া ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে গ্রুপে আছে নর্দার্ন আয়ারল্যান্ড, এস্তোনিয়া ও বেলারুশ।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ‘ই’ গ্রুপে পেয়েছে ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজানকে।

টানা দুইবারের সাবেক চ্যাম্পিয়ন স্পেন ‘এফ’ গ্রুপে। ২০২০ সালের টিকিট পেতে তারা মুখোমুখি হবে সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফারো আইল্যান্ডস ও মাল্টার।

‘এইচ’ গ্রুপে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ও গতবারের ইউরো ফাইনালিস্ট ফ্রান্স। তাদের বিপক্ষে খেলবে গত আসরের চমক আইসল্যান্ড। গ্রুপের অন্য দল তুরস্ক, অ্যান্ডোরা, মলদোভা ও আলবেনিয়া।

সুইজারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, জর্জিয়া ও জিব্রাল্টার লড়াই করবে ‘ডি’ গ্রুপে।

অস্ট্রিয়া, ইসরায়েল, স্লোভেনিয়া, মেসিডোনিয়া ও লাটভিয়ার সঙ্গে ‘জি’ গ্রুপে আছে পোল্যান্ড।

গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম ‘আই’ গ্রুপে পেয়েছে রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখস্তান ও সান মারিনোকে।

‘জে’ গ্রুপে ইতালি লড়াই করবে বসনিয়া-হার্জেগোভিনা, ফিনল্যান্ড, গ্রিস, আর্মেনিয়া ও লিচটেনস্টেইনকে।

বাছাইয়ের ১০ গ্রুপের প্রত্যেকটির শীর্ষ দুই দল সরাসরি টিকিট পাবে মূল পর্বের। বাকি চারটি জায়গা পূরণ করবে ২০২০ সালের মার্চে হতে যাওয়া নেশনস লিগের চারটি প্লে অফের বিজয়ীরা।

ইউরোপের ১২টি শহরের ১২ ভেন্যুতে হবে চ্যাম্পিয়নশিপের লড়াই। ২০২০ সালের ১২ জুন শুরু হবে প্রতিযোগিতা। গোল ডটকম