বেলের গোলে রিয়ালের জয়

বেলের গোলেই জিতল রিয়াললা লিগার একেবারে শেষ দল উয়েস্কার কাছে কঠিন পরীক্ষা দিলো রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ঘাম ঝরানো জয়ে শেষ করেছে তারা। গ্যারেথ বেলের লক্ষ্যভেদে ১-০ গোলে উজ্জীবিত উয়েস্কাকে হারাল রিয়াল।

এই জয়ে লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এলো মাদ্রিদ ক্লাবটি। শীর্ষে থাকা বার্সেলোনার (৩১) চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট সান্তিয়াগো সোলারির দলের।

শুরুতেই রিয়ালের গোলমুখে ত্রাস ছড়ায় স্বাগতিকরা। দাভিদ ফেরেইরোর হেড গোলবারের পাশ দিয়ে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। পাল্টা আক্রমণে তারা এগিয়ে যায় ৮ মিনিটে। আলভারো ওদ্রিওজোলার ক্রস থেকে বেলের ভলিতে ১-০ করে রিয়াল।

এই ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া ছিল উয়েস্কা। এজেকুয়েল আভিলা কঠিন পরীক্ষা নেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার। অবশ্য বেল ব্যবধান দ্বিগুণ করেই ফেলেছিলেন। কিন্তু তার জোরালো শট আলেক্সান্দার জোভানোভিচ রুখে দেন।

স্বাগতিকরা দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরানোর সুযোগ পায়। কিন্তু সাবেক রিয়াল খেলোয়াড় মেলেরোর হেড গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।

কোর্তোয়া বীরত্বে আবারও রিয়াল রক্ষা পায়। ফেরেইরোর ড্রাইভ কোর্তোয়া মাঠের বাইরে পাঠান।

খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে মার্কো আসেনসিওর বদলি হয়ে মাঠ ছাড়েন বেল। তার আগে দুইবার জোভানোভিচের কারণে লক্ষ্যভেদ করতে পারেননি।

অবশ্য তার শুরুর দিকে করা গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। গোল ডটকম