সাইপ্রাসের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

বাংলাদেশ-সাইপ্রাসের দুই খেলোয়াড়ের বলের লড়াইথাইল্যান্ডে উয়েফা অনূর্ধ্ব-১৫ ফুটবল আসরের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে শক্তিশালী সাইপ্রাসের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে মোস্তফা আনোয়ার পারভেজের দল।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। তবে দ্বিতীয়ার্ধে আর আটকাতে পারেনি প্রতিপক্ষদের। আরও ৩ গোল হজম করে বাজেভাবে শুরু করেছে চার জাতির এই টুর্নামেন্ট। ১২ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মেহেদী-উচ্ছ্বাসরা খেলবে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে।

থাই শহর বুরিরামে উয়েফা মিনি ফুটবল প্রজেক্টের অধীনে প্রথম ম্যাচে সাইপ্রাস এগিয়ে যায় ১৭ মিনিটে। পেনাল্টি থেকে অধিনায়ক ইলিয়াস কস্টিস গোলরক্ষক মেহেদী হাসানকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করে। এক গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ ম্যাচে সমতা আনার চেষ্টা করলেও সফল হতে পারেনি।

একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেনি রাসেল-উচ্ছ্বাসরা। বরং ৬৭ মিনিট থেকে সাইপ্রাস করেছে গোল উৎসব। কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে মারিওস। মিনিট তিনেক পর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান ৩-০ করে অ্যাঞ্জেলোস জেফকি।

আর ম্যাচের শেষ দিকে আন্দ্রেস গ্রেসের প্লেসিং শটে সাইপ্রাস বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।